বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে নিরুপম সেন স্মারক বক্তৃতা দিতে এসে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে অল আউট পরাস্ত করার পক্ষে জোড়ালো সওয়াল করে গেলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন এই স্মারক বক্তৃতার আলোচ্য বিষয় ছিল ”আসন্ন লোকসভা নির্বাচনে বামপন্থীদের দায়িত্ব ও কর্তব্য”। এদিন সংস্কৃতি লোকমঞ্চে সিপিআই(এম)-এর দুই কেন্দ্রীয় কমিটির সদস্য আভাষ রায় চৌধুরি ও অঞ্জু কর, রাজ্য কমিটির দুই সদস্য অমল হালদার, অচিন্ত্য মণ্ডল, জেলা সম্পাদক সৈয়দ হোসেন-সহ জেলা কমিটির নেতৃত্বরা হাজির ছিলেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপির আগ্রাসন নীতি নিয়ে দীর্ঘ আলোচনা করেন পলিটব্যুরো সদস্য মানিক সরকার। গোটা দেশের বিজেপির নীতি সম্পর্কে সচেতন থাকা এবং সর্বাত্মক প্রতিবাদ ও গণচেতনা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি এদিন বলেন, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রেই বিজেপি সরকার সাধারণ জনগণের অধিকারকে ধ্বংস করে দিয়েছে। বিরোধীদের কণ্ঠরোধ করার সবরকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।