বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গাঙ্গেয় ডলফিন-সহ অন্যান্য জলজ প্রাণীর সংরক্ষণের বিষয় নিয়ে বর্ধমানে আয়োজিত হল বিশেষ আলোচনাসভা। শনিবার পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের উদ্যোগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা ভবনের সভাকক্ষে আয়োজিত এই সভায় মালদা, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল তথা বন বাহিনীর প্রধান সৌমিত্র দাসগুপ্ত। মূলত গঙ্গা তীরবর্তী এলাকাগুলির জেলাগুলিকে নিয়ে এদিন সভাটি আয়োজিত হয়। সৌমিত্র দাসগুপ্ত জানিয়েছেন, আমরা সাধারণত বাঘ, হাতি, গণ্ডার, লেপার্ড -এই সমস্ত প্রাণীর সংরক্ষণের বিষয়ে আলোচনা করে থাকি। কিন্তু বায়োলজিক্যাল গুরুত্ব আছে এমন অনেক প্রাণী নিয়ে আমরা তেমন আলোচনা করিনা। এদিন বর্ধমানে সেই ধরণের প্রাণী নিয়ে আলোচনা করা হয়েছে। সৌমিত্র দাসগুপ্ত জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলার মধ্যে দিয়ে গঙ্গা নদী এবং তার শাখানদী-উপনদী বয়ে গেছে। যেখানে মাঝেমাঝে ডলফিন দেখতে পাওয়া যায়। এদিন এই ডলফিন এবং তার সাথে ঘড়িয়াল এবং ভোঁদড়-সহ অন্যান্য জলজ প্রাণী সংরক্ষণের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি জানিয়েছেন, এই সমস্ত প্রাণী এখন আর সেভাবে দেখা যায় না। তাই আমরা ইকোসিস্টেম রক্ষা করতে সংরক্ষণের বিষয়ে গুরুত্ব দিয়ে এই সমস্ত প্রাণীকে ফিরিয়ে আনতে চাই।
===================