মেমারী (পূর্ব বর্ধমান) :- এবার রাস্তা দখলমুক্ত করতে পথে নামল মেমারী পুরসভা। বৃহস্পতিবার দুপুরে মেমারী শহরের পাহাড়হাটি রাস্তায় বিএসএনএলের টেলিফোন এক্সচেঞ্জ সংলগ্ন এলাকায় থাকায় ৩৫ টির মতো দোকান উচ্ছেদ করা হয়। এই অভিযানে মেমারী পুরসভা ছাড়াও বর্ধমান সদর দক্ষিণ মহকুমার প্রশাসন ও মেমারী থানার পুলিশ অফিসাররা ছিলেন।
পুরসভার দাবি, আগেই যৌথ অভিযান করে দোকানগুলিকে তুলে নেওয়ার জন্যে মৌখিক নির্দেশ দিয়েছিল পুরসভা। পরে নোটিসও দেওয়া হয়। এদিন দুপুরে অভিযানে গিয়ে আধিকারিকরা দেখেন, দোকানের কাঠামো পরে আছে। কিন্তু পণ্য-সামগ্রী, আসবাব আগেই নিয়ে চলে গিয়েছেন ব্যবসায়ীরা। মাটি কাটার যন্ত্র দিয়ে স্থায়ী কাঠামোগুলিকে ভেঙে দেয় পুরসভা ও প্রশাসন।
পুরপ্রধান স্বপন বিষয়ী বলেন, “আমাদের নির্দেশ মতো ব্যবসায়ীরা আগেই সামগ্রী নিয়ে চলে গিয়েছেন। তারজন্যে তাঁদের ধন্যবাদ। আমরা শুধু কাঠামো ভেঙে সরিয়ে নিয়েছি।”
পুরসভা ও প্রশাসন সূত্রে জানা যায়, শুধু ওই এলাকা নয়, শহরের ভিতর দিয়ে জিটি রোড, কাটোয়া রোড, বামুনপাড়া, বাসস্ট্যান্ড চত্বর, স্টেশন বাজার, চকদিঘি মোড় এলাকায় জবরদখল রয়েছে। শুধু অস্থায়ী দোকান নয়, স্থায়ী দোকানদাররাও ফুটপাথ দখল করে রেখেছে বলে অভিযোগ। শহরবাসীর একাংশের দাবি, ওই সব রাস্তায় যাতায়াতের অসুবিধা হয়। যানজট তৈরি হয়। ওই সব রাস্তায় অভিযান কবে হবে? পুরপ্রধান বলেন, “পূর্ত দফতরের রাস্তাগুলি নিয়ে তাঁরা ব্যবস্থা নেবেন। শহরের বাকি রাস্তায় যেখানেই অসুবিধা হবে, সেখানেই অভিযান চালানো হবে।”