E Purba Bardhaman

মেমারী হাসপাতালে রাতে এক্সরে হয় না! সম্পূর্ণ চিকিৎসা না করিয়ে ফিরে গেলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি

Memari rural hospital is not X-ray at night! Library Minister Siddiqullah Chowdhury returned without complete treatment.

মেমারী (পূর্ব বর্ধমান) :- এতবড় হাসপাতালে রাতে এক্সরে হয় না! আমার জানাই ছিল না। চিকিৎসা করাতে এসে অবাক খোদ রাজ্যের মন্ত্রীই। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিরোধীদের অভিযোগের মধ্যেই খোদ মন্ত্রীর এই মন্তব্যে শোরগোল জেলা জুড়ে।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়। সকালে শৌচাগারে পরে গিয়ে আহত হন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। তাঁর ডান পায়ের কনিষ্ঠ আঙুলে চোট লাগে। সন্ধ্যা হতেই ব্যথা ক্রমশ বাড়তে থাকায় তিনি চিকিৎসার জন্য যান মেমারী গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসক দেখার পর জানান এক্সরে করার প্রয়োজন আছে। এরপর মন্ত্রী এক্সরে করার ইচ্ছা প্রকাশ করতেই হাসপাতালের তরফে তিনি জানতে পারেন হাসপাতালে ওপিডি-র সময় এক্সরে হলেও রাতে এক্সরে করার কোনো ব্যবস্থা নেই। এরপরই তিনি গাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় সাংবাদিকের প্রশ্নের উত্তরে কিছুটা বিস্ময় প্রকাশ করেই জানান, এতবড় হাসপাতালে রাতে এক্সরে হয় না এটা আমার জানাই ছিল না। পরক্ষণেই তিনি আরও জানান, আমি চেষ্টা করবো যাতে মানুষের সুবিধার্থে রাতেও এক্সরে করার ব্যবস্থা করা যায়।
এদিকে খোদ মন্ত্রী চিকিৎসা করাতে এসে সম্পূর্ণ চিকিৎসা করাতে না পেরে বিস্ময় প্রকাশ করে ফিরে যেতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।

Exit mobile version