খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- ২০১৫ সালের ২১ জুন রাজনৈতিক সংঘর্ষের জেরে খুন হতে হয়েছিল খণ্ডঘোষের ওঁয়াড়ী গ্রামের তৃণমূল সমর্থক সেখ জামাল উদ্দিন, লায়েক আয়নাল ও সেখ সওকতকে। তাঁদের স্মৃতিতে শুক্রবার স্মরণসভা করা হল ওঁয়াড়ী গ্রামে। ইতিমধ্যে শহীদ পরিবারগুলোকে একটি করে চাকরী ও দোষীদের দল থেকে বহিস্কার করেছে তৃণমূল নেতৃত্ব। শুক্রবার এই স্মরণসভায় উপস্থিত ছিলেন বিধায়ক নবীন চন্দ্র বাগ, জেলা পরিষদের সদস্য ও খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসর ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, জেলা পরিষদের সদস্য ও জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি বিশ্বনাথ রায় সহ ব্লকের সকল তৃণমূল কর্মীবৃন্দ।