বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গত কয়েক বছর ধরেই পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন নদী ও জলাশয়গুলিতে শীতের মরশুমে পরিযায়ী পাখিদের আনাগোনা রয়েছে। জেলার মধ্যে পূর্বস্থলীর চুপি পাখিরালয়ে এবারও হরেক রকমের পাখি দেখতে পর্যটকদের ঢল যখন নেমেছে, সেই সময় এবছর বর্ধমানের দামোদর নদ এবং ভাতারের একটি দিঘীতে দেখা মিলল প্রথমবার নববিলড ডাকের। এছাড়াও বর্ধমানের দামোদর নদে দেখা গেছে কমন শেলডাক। এর আগে এই পাখিকে উড়ে যেতে দেখা গেলেও কখনও জলাশয়ে তাদের বসে থাকতে দেখা যায়নি বলে দাবি করেছে পরিবেশ বিজ্ঞানের ছাত্র পুষ্পক রায় থেকে বর্ধমান অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য অর্ণব দাস।