E Purba Bardhaman

বর্ধমানের জলাশয়ে পরিযায়ী পাখি কমন শেলডাক, নববিলড ডাক; বেজায় খুশী পক্ষীপ্রেমীরা

Migratory birds in Burdwan watershed Common Shelduck, Knob Billed Duck; Very happy bird lovers

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গত কয়েক বছর ধরেই পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন নদী ও জলাশয়গুলিতে শীতের মরশুমে পরিযায়ী পাখিদের আনাগোনা রয়েছে। জেলার মধ্যে পূর্বস্থলীর চুপি পাখিরালয়ে এবারও হরেক রকমের পাখি দেখতে পর্যটকদের ঢল যখন নেমেছে, সেই সময় এবছর বর্ধমানের দামোদর নদ এবং ভাতারের একটি দিঘীতে দেখা মিলল প্রথমবার নববিলড ডাকের। এছাড়াও বর্ধমানের দামোদর নদে দেখা গেছে কমন শেলডাক। এর আগে এই পাখিকে উড়ে যেতে দেখা গেলেও কখনও জলাশয়ে তাদের বসে থাকতে দেখা যায়নি বলে দাবি করেছে পরিবেশ বিজ্ঞানের ছাত্র পুষ্পক রায় থেকে বর্ধমান অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য অর্ণব দাস। অর্ণব জানিয়েছেন, গত কয়েকবছর ধরেই দামোদরে পরিযায়ী পাখিদের আনাগোনা বাড়তে শুরু করেছে। এবছর গতবারের তুলনায় অনেক বেশি পাখি এসেছে। ফলে তাঁরা যে অঞ্চলে পাখিরা আসছে সেখানকার আশপাশের মানুষকে সচেতন করা শুরু করেছেন। বিশেষ করে পিকনিকের সময় বাজি ফাটানো বা ডিজে বাজানো বন্ধ করার আবেদন জানিয়ে আসছেন। বিকট শব্দের জন্য পাখিরা আসতে ভয় পায়। এব্যাপারে লাগাতার সচেতনতার কাজ করায় এবছর দামোদরে অনেক বেশি পরিমাণে পরিযায়ী পাখি এসেছে। তিনি জানিয়েছেন, কমন শেলডাককে বর্ধমানের ওপর দিয়ে তাঁরা উড়ে যেতে দেখেছেন। ভাতারের গর্দানমারি জলাশয়ে এবছর ৬টি নববিলড্ ডাককে তাঁরা দেখেছেন। যা অত্যন্ত ভালো ব্যাপার। পাখিদের উত্ত্যক্ত না করলে তাঁরা আশা করছেন আগামী বছর আরও অনেক ধরনের পাখি তাঁরা দেখতে পাবেন বলে জানিয়েছেন অর্ণব দাস।

Exit mobile version