বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান মেডিকেল কলেজের টারশিয়ারি কেয়ার ক্যান্সার সেন্টার গড়ে উঠেছে। বছর খানেক আগে বহির্বিভাগ চালু হয়ে গেলেও ভবন তৈরি হয়নি বলে ইনডোর বা অন্তর্বিভাগ চালু হয়নি। শনিবার রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই বিষয় নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। ক্যানসার হাসপাতাল (টারশিয়ারি কেয়ার ক্যান্সার সেন্টার) তৈরিতে গড়িমসি নিয়ে পূর্ত দফতর (সোশ্যাল)-এর উপর ক্ষোভ প্রকাশ করলেন স্বপনবাবু। প্রায় এক বছর পরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগীকল্যাণ সমিতির বৈঠক হল শনিবার। এ দিন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়ন থেকে রোগী-কল্যাণ সম্পর্কিত নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আর এ দিনের বৈঠকে ঠিক হয়, রাধারাণী ভবনে নয়, বার্ন ইউনিট তৈরি হবে জরুরি বিভাগের সামনে নতুন ভবনে। সে জন্যে ৭ তলা ভবনের উপর নতুন আরও একটি তলা বানানোর জন্যে স্বাস্থ্য ভবনের অনুমোদন চাওয়া হবে। একই সঙ্গে জরুরি বিভাগের সামনে অবাধ যাতায়াত আটকাতে নতুন রাস্তা তৈরির প্রস্তাবও নেওয়া হয়েছে। বৈঠকে এই টারশিয়ারি কেয়ার ক্যান্সার সেন্টার নিয়ে প্রশ্ন তোলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। পূর্ত দফতরের তরফে জানানো হয়, প্রযুক্তিগত কারণে স্বাস্থ্য দফতর থেকে পাঠানো বকেয়া ৯ কোটি ৯২ লক্ষ টাকা আটকে ছিল। সেই টাকার সমস্যা মিটে গিয়েছে। স্বপনবাবু জানিয়েছেন, এই ভবন তৈরির কাজ তিন মাসের মধ্যে শেষ করতে বলা হয়েছে। পূর্ত দফতরের দাবি, সব মিলিয়ে ভবন সম্পূর্ণ করতে ছ’মাস সময় লাগবে। জানা গেছে, বার্ন ইউনিটের জন্যে মেডিকেলে ১ কোটি ৭০ লক্ষ টাকা পড়ে রয়েছে। প্রথমে ‘নিউ বিল্ডিং’য়ে ওই ইউনিট গড়ার কথা ছিল। পরে ঠিক হয়, রাধারাণী ভবন সংস্কার করে সেখানেই গড়ে উঠবে বার্ন ইউনিট। কিন্তু স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়, রাধারাণী ভবন সংস্কারের অনুমোদন পেতে দেরি হবে। নতুন জায়গাতে দ্রুত বার্ন ইউনিট গঠন করতে হবে।