মেমারী (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার কাটোয়ার মাজিগ্রাম যাবার পথে মেমারী চক্রের প্রাথমিক, নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে গেলেন রাজ্যের সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী ডাক্তার শশী পাঁজা। এদিন তিনি পড়াশোনার সঙ্গে ছাত্রছাত্রীদের সমানতালে খেলাধুলা করার প্রয়োজনীয়তার উল্লেখ করে বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার সঙ্গে খেলাধুলাও করতে হবে। এব্যাপারে অভিভাবক এবং শিক্ষকদের এগিয়ে আসতে হবে। এদিন মল্লিকাপুর ফুটবল ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ১ চক্র অফিসার ভজন ঘোষ, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, গোপগন্তার ২ পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন ১৭ টি ইভেন্টে প্রতিযোগিতা শুরু হয়। এখান থেকে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করবে তারা মহকুমাস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে আগামী ২৭ জানুয়ারি। মহকুমা স্তরে স্থানাধিকারীরা ৩১ জানুয়ারি কাটোয়াতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে এদিন জানান চক্র অফিসার ও শিক্ষা কর্মাধ্যক্ষ।