বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমানের জোতরাম বিদ্যাপীঠে স্কুলের আলমারি ভেঙে লুটপাট চালাল দুস্কৃতিরা। পাশাপাশি দুস্কৃতিরা স্কুলে থাকা সিসি ক্যামেরাও খুলে নিয়ে পালালো। জানা গেছে, রাতের অন্ধকারে স্কুলে ঢুকে জানালার গ্রিল কেটে ও কাঠের জানালা ভেঙে দুস্কৃতিরা ভিতরে ঢোকে। তারপর একাধিক আলমারির তালা ভেঙে লুটপাট চালায়। শুক্রবার এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্কুলের প্রধান শিক্ষক রতন কুমার ঘোষ জানিয়েছেন, স্কুলের আলমারি ভেঙে লুটপাট চালিয়েছে দুস্কৃতিরা। পাশাপাশি দুস্কৃতিরা স্কুলে থাকা সিসি ক্যামেরাও খুলে নিয়ে যায়। তিনি জানিয়েছেন, নগদ ১৫ হাজার টাকা এবং প্রধান শিক্ষকের রুমে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ডডিক্স-সহ কিছু জরুরি কাগজ নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তার কারণে কাউকে চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। তিনি জানিয়েছেন, শুক্রবার সকালে বিদ্যালয়ের ডে গার্ড সুবোধ মাঝি ফোন করে তাঁকে জানান বিদ্যালয়ের এই ঘটনা। খবর দেওয়া হয় শক্তিগড় থানায়। পুলিশ যায় স্কুলে। স্কুলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। সহ-শিক্ষক নীলমাধব মজুমদার বলেন, প্রধান শিক্ষকদের রুম-সহ স্টাফ রুমের সব আলমারি এবং ড্রয়ার ভাঙা হয়েছে। সামনের জানুয়ারি মাসে বিদ্যালয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠান রয়েছে। সেজন্য বিভিন্ন জায়গায় শিক্ষকরা আর্থিক অনুদান তুলছে। সেই টাকা ওখানে রাখা ছিল। সেই টাকার লোভে লুটপাট চালায় দুষ্কৃতীরা।