E Purba Bardhaman

ট্রেন চালক সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য; কয়েকমাসের মধ্যেই পূরণ হবে ১৮ হাজার শূন্যপদ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সম্প্রতি রেল দুর্ঘটনার পর রেলের সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি চালকদের বিভিন্ন বিষয় নিয়েও প্রশ্ন ওঠে। বিভিন্ন মাধ্যমে আলোচনার বিষয় হিসাবে উঠে আসে চালকের শূন্যপদ-সহ সঠিক বিশ্রাম না পাওয়ার বিষয়টিও। আর এরপরই রেল দপ্তর বিষয়টির গুরুত্ব বুঝে মাঠে নামে। রেল দপ্তর থেকে তুলে ধরা শুরু হয় রেল নিয়ম মেনে শূন্যপদ পূরণ করে চলছে এবং চালকদের বিশ্রাম-সহ স্বাচ্ছন্দেরও ব্যবস্থা করা হয়ে থাকে। শনিবার এই বিষয়টিই সাংবাদিকদের সামনে তুলে ধরতে বর্ধমানে আসেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এবং হাওড়া বিভাগের এডিআরএম (ওপি) সৌরিশ মুখোপাধ্যায়। কৌশিক মিত্র জানিয়েছেন, তাঁরা বেশকিছু দিন ধরে দেখছেন বিভিন্ন জায়গায় মূলত সোশ্যাল মিডিয়ায় প্রচার চলছে যে রেলওয়েতে চালকের প্রচুর শূন্যপদ রয়েছে। এই শূন্যপদ রেল বিভাগ পূরণ করছে না। আর চালকদেরও ঠিকমতো যত্ন নেওয়া হচ্ছে না। সেই বিষয়টা সম্পর্কে সঠিক তথ্য জানাতেই এদিন তাঁরা এসেছেন। কৌশিক মিত্র জানিয়েছেন, সমস্ত কর্মী ৬০ বছর বয়সে অবসর নেন। অন্যান্য বিভাগের মত রেল দপ্তরেও প্রতিমাসেই অনেকেই অবসর নেন। তারমধ্যে অনেকেই চালক এবং গার্ডও থাকেন। শূন্যপদ পূরণ যেমন হয়, তেমনি অবসরও হয়। অবসরের পরে রিক্রুটমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী শূন্যপদ পূরণ করা হয়। এবছর অগস্ট মাসে পূর্ব রেলে চালকদের রিক্রুটমেন্ট হবে পদোন্নতির ভিত্তিতে। ১২৬০ জনকে পদোন্নতির ভিত্তিতে প্রশিক্ষণ দিয়ে তাঁদের চালক পদে (অ্যাসিসটেন্ট লোকো পাইলট) উত্তীর্ণ করা হবে। এছাড়া সর্বভারতীয়স্তরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ‘স্বচ্ছভাবে’ সেপ্টেম্বর মাসে সিলেকশন প্রক্রিয়া করা হবে। এক্ষেত্রে সারা ভারতের রেলে প্রায় আঠারো হাজার শূন্যপদ পূরণ করা হবে। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, ট্রেন চালকদের জন্য রেল রানিং রুমে একাধিক স্টার হোটেলের মত সুবিধা চালু করেছে। তা এদিন সাংবাদিকদের ঘুরে দেখানোও হয়। উল্লেখ্য, পূর্ব রেল কর্তৃপক্ষ এই রাজ্যের প্রায় ২৬টি স্টেশনে এই ধরনের সুবিধা চালু করেছে। কৌশিকবাবু এদিন জানিয়েছেন, সম্প্রতি কিছু সোশ্যাল মিডিয়া-সহ অন্যান্য জায়গায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হচ্ছে। তার জন্যই তাঁরা এটা বলতে চান, হঠাৎ করেই এই সব সুবিধা দেওয়া হচ্ছে না। এটা অনেক আগে থেকেই চালু রয়েছে। তিনি জানিয়েছেন, যে সমস্ত চালকেরা কাজ করছেন তাঁদের সুযোগ সুবিধা দেওয়া, তাঁদের ডিউটির মাঝে শিডিউল রেস্ট হয় এবং চালকদের রেস্টের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর সংখ্যক যাত্রীর সুরক্ষা তাঁদের উপর নির্ভর করে। তাঁদের মনঃসংযোগ খুবই গুরুত্বপূর্ণ। সেইসব কথা মাথায় রেখে চালকদের বিশ্রামের জায়গা আধুনিকমানের করা হয়েছে। সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে। মেডিটেশন রুম। ফিজিক্যাল এক্সারসাইজ করার ব্যবস্থা আছে। ম্যাসাজ চেয়ার। গেম খেলার ব্যবস্থা। সব রুমই এসি। খাওয়ার ব্যবস্থা আছে। এমনকি চালক কাঁচা সামগ্রী এনে দিলে এখানে তা রান্নাও করে দেওয়া হয়। পানীয় জল, ইস্ত্রি, ওয়াশিং মেশিন সমস্ত কিছুর সুবিধা আছে। এছাড়াও ক্রু লবি রয়েছে। সেখানে চালকেরা ডিউটি অন এবং অফ করেন। তাছাড়া ট্রেন চালাবার সময় সতর্কতামূলক নির্দেশ এখানে বুঝিয়ে দেওয়া হয়। তিনি জানিয়েছেন, পূর্ব রেলের ২৬ জায়গায় এই সুবিধা আছে। পশ্চিম বর্ধমানের পান্ডবেশ্বরেও তৈরি হচ্ছে এই ব্যবস্থা।

Exit mobile version