E Purba Bardhaman

দেশের ২৬জনকে হারিয়ে মিসেস অপ্সরার মুকুট পড়লেন বর্ধমানের গৃহবধু সঙ্গীতা সিনহা

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দুদিন আগেও তিনি ছিলেন একজন সাধারণ গৃহবধু। সংগীতা সিনহা বর্ধমান শহরের শ‌্যামলালের বাসিন্দা। কিন্তু এক রাতেই বদলে গেল গোটা চিত্রটা। রাতারাতিই তিনি হয়ে উঠেছেন একজন সেলিব্রিটি। গত ১ সেপ্টেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি ছিনিয়ে নিয়েছেন মিসেস অপ্সরার ক্রাউন। মংগলবার সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেনতিনি ছোট ছোট শিশুদের নিয়েই কাজ করতে চান। চান শিশুদের শিক্ষার প্রসার ঘটাতে। বিশেষতঅনাথ শিশুদের নিয়ে তিনি কিছু করতে চান। চান তাদের জন্য স্কুল গড়তে। একইসংগে নারীদের মধ্যে যে সৌন্দর্য রয়েছেযে ক্ষমতা আছে তাকে তুলে ধরার উদ্যোগ নেবেন তিনি।

Miss & Mrs Apsara 2018 Sangita Sinha. Sangita's house in Burdwan town

বর্ধমানের মেসার্স ইক্যুইপ সংস্থার কর্ণধার মনোজ গোস্বামী জানিয়েছেনসঙ্গীতা সিনহা বর্ধমান শহরের নতুন মুখ। নিতান্ত গৃহবধূ হয়েও নতুন সাহস তৈরী করলেন তিনি। গত ১ সেপ্টেম্বর মুম্বাই আইটিসিতে আয়োজিত মিস এন্ড মিসেস অপ্সরা ২০১৮ প্রতিযোগিতায় সেরার সেরা নির্বাচিত হয়েছেন তিনি। ২৬ জন প্রতিযোগীর মধ‍্যে সেরার মুকুট উঠেছে বর্ধমানের সঙ্গীতার মাথায়। আগামী ৭ ডিসেম্বর লন্ডনে অনুষ্ঠিত হবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা এখন তারই প্রস্তুতি নিচ্ছেন তিনি। আইডল হিসাবে দেখেন সুস্মিতা সেনকে। আর সেই লক্ষ্যে এবার আরো বড় মঞ্চে অংশগ্ৰহণের পালা। সঙ্গীতা এদিন জানিয়েছেন, আগামী দিনে মডেলিং বা অন‍্য ক্ষেত্রে অংশগ্ৰহণ করে উপার্জিত অর্থে সামাজিক কাজ করার ইচ্ছা। মডেলিং নিয়ে যারা আগামী দিনে যারা কাজ করতে ইচ্ছুক তাদের নতুন দিশা সঙ্গীতা। শহরে এবার সাফল‍্যের নতুন মুখ। মনোজবাবু জানিয়েছেনআগামী অক্টোবর মাসেই তিনি বর্ধমানে আয়োজন করছেন মিষ্টার এণ্ড মিস ইণ্টারন্যাশনাল প্রতিযোগিতা।

Exit mobile version