বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চলন্ত ট্রেন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হল এক কিশোরী। ট্রেনে টয়লেটে যাওয়ার পর থেকে তার হদিশ মিলছেনা। পুরো ট্রেন খুঁজেও তাকে খুঁজে পাননি পরিবারের লোকজন। ঘটনার কথা জানিয়ে কিশোরীর দাদা বর্ধমান জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন। বর্ধমান জিআরপির এক অফিসার বলেন, ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। কিশোরীর সন্ধান পেতে বিভিন্ন জায়গায় খবর পাঠানো হয়েছে। বিষয়টি বেশ রহস্যজনক। কিশোরীর উধাও হওয়ার পিছনে কে বা কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার হাওড়ার বেলুড় থানার লিলুয়ার পিয়ার্স রোড রেলওয়ে কলোনির বিনয় তেওয়াড়ি সপরিবারে বাঘ এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় বিহারের ছাপড়া থেকে হাওড়ায় আসছিলেন। পরেরদিন সকালে ট্রেনটি বর্ধমান স্টেশনে পৌঁছায়। ট্রেনটি বর্ধমান স্টেশন ছাড়ার পর তার বোন পূজা তেওয়াড়ি টয়লেটে যায়। বেশ কিছুক্ষণ পর সে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পুরো ট্রেনে খোঁজাখুঁজির পরও পূজার হদিশ পাননি পরিবারের লোকজন। ট্রেনে কর্তব্যরত আরপিএফের কর্মীরাও পূজার হদিশ দিতে পারেনি। ট্রেনটি হাওড়ায় পৌঁছালে বিনয় জিআরপিতে অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থল বর্ধমান স্টেশন হওয়ায় তদন্তের জন্য অভিযোগটি সেখানে পাঠিয়ে দেয় হাওড়া জিআরপি।