E Purba Bardhaman

মেমারীর সমবায় সমিতির দুর্নীতি নিয়ে বিধায়ক বনাম ব্লক সভাপতি অনুগামীদের ফের সংঘর্ষ

Clash between MLA vs Block President followers over Memari Cooperative Society corruption, police lathi charge

মেমারী (পূর্ব বর্ধমান) :- রবিবার মেমারীর আমাদপুর ইউনিয়ন কো-অপারেটিভ এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি লিমিটেডের একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে বিধায়ক বনাম ব্লক সভাপতি অনুগামীদের মধ্যে ফের মারধরের ঘটনা ঘটল। ওই সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগ ওঠায় রবিবার দুপুরে দুপক্ষকে নিয়ে আলোচনা সভা ডাকা হয়। এরপর সভা চলাকালীন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ব্লক সভাপতি অনুগামী বনাম বিধায়ক অনুগামীদের মধ্যে এই সংঘর্ষ থামাতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহতও হন। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই সমবায় সমিতির সদস্য তথা ব্লক সভাপতি অনুগামীরা একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ তুলছিলেন। দুর্নীতির বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগও জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে রবিবার বৈঠক ডাকা হয়। আর এই সভা চলাকালীন মেমারীর বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্যের অনুগামীরা ব্যাপক মারধর করেন ব্লক সভাপতি অনুগামীদের বলে অভিযোগ।

MLA Vs Block President Followers Clash Again Over Memari Cooperative Society Corruption

এদিকে, রবিবার দুপুরে এই ঘটনার পর পালটা ব্লক সভাপতি অনুগামীদের বিরুদ্ধে বিধায়ক অনুগামীদের মারধর করার অভিযোগ উঠেছে। রবিবার রাতে কেজা গ্রামের বিধায়ক অনুগামী গজেন মল্লিক জানিয়েছেন, কোথায় কি ঝামেলা হয়েছে তা তিনি জানতেন না। রবিবার রাতে বাড়ি বসেছিলেন। সেই সময় ব্লক সভাপতি অনুগামী বেশ কয়েকজন তাকে বাড়ি থেকে বার করে নিয়ে বেধড়ক মারধর করে। একই কথা জানিয়েছেন, বিধায়ক অনুগামী আরিফুর রহমান সেখ। তিনিও জানিয়েছেন, তিনি বিধায়কের নেতৃত্বে তৃণমূল পার্টি করেন। কিন্তু সমবায় সমিতির ঝামেলার বিষয়ে তিনি কিছু জানেন না। রবিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে অন্যায়ভাবে। এদিন উভয়েই জানিয়েছেন, তাঁরা এই ঘটনায় মেমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন। রবিবার রাতে এই ঘটনায় ৩জনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।

Exit mobile version