বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অবৈধ বালির গাড়ি আটকাতে গিয়ে বৃহস্পতিবার পরিবহণ দপ্তরের গাড়ি লক্ষ্য করে পূর্বস্থলীতে মাফিয়াদের গুলি চালানোর অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় গোটা রাজ্যকে মেক্সিকো হয়ে গেছে বলে মন্তব্য করে গেলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বৃহস্পতিবার কলকাতা থেকে দুর্গাপুর যাবার পথে বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ এলাকায় চা খেতে নামেন বিজেপির জাতীয় সহসভাপতি সাংসদ দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিত তা, জেলা কমিটির সদস্য বিশ্বজিত সেন প্রমুখরাও। এদিন তিনি বলেন, এখন রাজ্য চালাচ্ছে মাফিয়া, সমাজবিরোধীরা। তাই মাতাল ধরতে গেলে পুলিশকে পেটানো হচ্ছে, গরু পাচার রুখতে গেলে বিএসএফের ওপর আক্রমণ চালানো হচ্ছে। রাজ্যটাকে মেক্সিকো বানিয়ে ফেলেছে। রাজ্যে তালিবানী সরকার চালানো হচ্ছে। সরকার সমাজবিরোধী এবং পাকিস্তানের ভাষা বলছে। রাজ্যে আবাস দুর্নীতি প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্য সম্পর্কে এদিন দিলীপবাবু বলেন, গোলমাল না করে থাকলে ওনারা খাতাপত্র সামনে এনে দিক। সাদা কালো পরিষ্কার হয়ে যাবে। ওনারাও দেখে যাক সব ঠিকঠাক আছে কিনা।