E Purba Bardhaman

গোটা রাজ্যকে মেক্সিকো বানিয়ে ফেলেছে, পূর্বস্থলীতে গুলি চালানো প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ

MP Dilip Ghosh, National Vice President of BJP. At Burdwan Town

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অবৈধ বালির গাড়ি আটকাতে গিয়ে বৃহস্পতিবার পরিবহণ দপ্তরের গাড়ি লক্ষ্য করে পূর্বস্থলীতে মাফিয়াদের গুলি চালানোর অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় গোটা রাজ্যকে মেক্সিকো হয়ে গেছে বলে মন্তব্য করে গেলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বৃহস্পতিবার কলকাতা থেকে দুর্গাপুর যাবার পথে বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ এলাকায় চা খেতে নামেন বিজেপির জাতীয় সহসভাপতি সাংসদ দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিত তা, জেলা কমিটির সদস্য বিশ্বজিত সেন প্রমুখরাও। এদিন তিনি বলেন, এখন রাজ্য চালাচ্ছে মাফিয়া, সমাজবিরোধীরা। তাই মাতাল ধরতে গেলে পুলিশকে পেটানো হচ্ছে, গরু পাচার রুখতে গেলে বিএসএফের ওপর আক্রমণ চালানো হচ্ছে। রাজ্যটাকে মেক্সিকো বানিয়ে ফেলেছে। রাজ্যে তালিবানী সরকার চালানো হচ্ছে। সরকার সমাজবিরোধী এবং পাকিস্তানের ভাষা বলছে। রাজ্যে আবাস দুর্নীতি প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্য সম্পর্কে এদিন দিলীপবাবু বলেন, গোলমাল না করে থাকলে ওনারা খাতাপত্র সামনে এনে দিক। সাদা কালো পরিষ্কার হয়ে যাবে। ওনারাও দেখে যাক সব ঠিকঠাক আছে কিনা। দিলীপবাবু বলেন, সাধারণ মানুষ থেকে ওদের দলের লোকেরাই তো বলছে আবাস দুর্নীতি হয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধিদলকে জায়গায় জায়গায় বিক্ষোভ ও আটকানো-সহ এদিনই গলসীর গলিগ্রামে ১৯ নং জাতীয় সড়কে অবরোধের জেরে কেন্দ্রীয় প্রতিনিধিদল আটকে পড়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রীয় টিমকে তৃণমূল আটকাচ্ছে। আর সাধারণ মানুষ তৃণমূলের বিধায়ক সাংসদদের আটকাচ্ছেন। তিনি বলেন, সাধারণ মানুষ খুশী এই তদন্তে। তাঁরাও চান চোর ধরা পড়ুক, দুর্নীতি সামনে আসুক। তিনি বলেন, গোটা রাজ্যের সংবিধান ভেঙে পড়েছে। বিচারপতিদের আটকাচ্ছে, কেন্দ্রীয় টিমকে আটকাচ্ছে। অনুব্রত মণ্ডলের ফের জেল হেফাজত সম্পর্কে এদিন দিলীপ ঘোষ বলেন, স্থায়ীভাবে না হওয়া পর্যন্ত এখন অনুব্রতকে অস্থায়ীভাবেই জেলে থাকতে হবে। অপরদিকে, দলীয় সভা থেকে অভিষেক বন্দোপাধ্যায় পঞ্চায়েত প্রধানদের পদত্যাগ করার নির্দেশ দেওয়া সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, মালিক শ্রমিক সম্পর্ক চলছে। ওরা মালিক আর বাকি সরকারী কর্মী থেকে দলের কর্মীরা সবাই কর্মচারী। তাই ওদের এসব চলে।

Exit mobile version