বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোসাবায় শ্যুট আউট, জায়গায় জায়গায় বোমাবাজি, পঞ্চায়েত নির্বাচনের আগে এভাবেই তৃণমূল দল নিজেরাই মারামারি করে শেষ হয়ে যাবে। মঙ্গলবার বর্ধমানে বিজেপির জেলা কমিটির বিশেষ বৈঠকে যোগ দিতে এসে এভাবেই রাজ্যের শাসকদলের সমালোচনা করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন এই সাংগঠনিক বিশেষ বৈঠকে যোগ দেন সাংসদ সৌমিত্র খাঁও। সৌমিত্র খাঁ এদিন বলেন, বোমা তৈরি তৃণমূলের কৃষ্টি ও কালচারে পরিণত হয়েছে। ভোট যে শান্তিপূর্ণ হবে না এটা তার আভাষ। কালীঘাটেও কোনোদিন বোমা পড়বে। যেদিন ভাইপোর সঙ্গে ফিরহাদের লড়াই হবে সেদিন বোমা পড়বে। ফিরহাদ আগেও কালীঘাটে পাথর ছুঁড়েছিল। ২০০৯ সালের ইতিহাস যাঁরা জানেন, তাঁরা জানেন কালীঘাটে কারা পাথর ছুঁড়েছিল, দাবী করেন সৌমিত্র খাঁ। গোসাবায় শ্যুট আউট প্রসঙ্গে বলতে গিয়ে লকেট চট্টোপাধ্যায় এদিন বলেন, পঞ্চায়েত দখলের জন্য, নিজেদের সিন্ডিকেটরাজের জন্য, নিজেদের টাকা তোলার জন্য, তৃণমূলের মধ্যে ক্ষমতার লড়াই চলছে। তৃণমূলের আক্রমণে বিজেপির অনেক কার্যকর্তা শহীদ হয়েছে। এখন ওদের নিজেদের মধ্যে লড়াই হচ্ছে। তৃণমূল দলটা নিজেদের মধ্যে লড়াই করতে করতে মরে যাবে।