বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাজ্যপালের চরিত্র হনন করার চেষ্টা করছে, যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করছে তাদের একদিন বিসর্জন হবেই বৃহস্পতিবার সকালে বর্ধমানের বড়নীলপুর বটতলা মোড়ে চা চক্রে এসে সাংবাদিকদের একথা জানালেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন রাজভবন থেকে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা সম্পর্কে জানতে চাইলে দিলীপবাবু এই মন্তব্য করেন। তিনি বলেন, সবই বেরোবে আসল ঘটনা, যতই চাপা দিক, যতই মিথ্যা বলুক সত্য একদিন সামনে আসবে, আর সবার মুখোশ খুলে যাবে। যারা এত বড় পাপ করছে, গভর্নরকে পর্যন্ত চরিত্র হনন করার চেষ্টা করছে, যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করছে তাদের একদিন বিসর্জন হবেই। মুর্শিদাবাদে ভোট পরবর্তী হিংসা বাড়া নিয়ে তিনি বলেন, মুর্শিদাবাদের হিংসা কবে হয় না? মুর্শিদাবাদে কোন আইন কানুন নেই, কোন সরকার নেই, ওটা বাংলাদেশ হয়ে গেছে। টিএমসি সেটাই চায়। ভোট হোক, ভাবছে যা হওয়ার হোক, লোক মরুক, বাঁচুক – কিছু যায় আসে না। বর্ধমানে তাঁর প্রচারে বাধা দেওয়া সম্পর্কে তিনি বলেন, আমাকে বাধা দিয়ে কেউ আটকাতে পারেনি। আমি শুনলাম বাড়ি বাড়ি গিয়ে চমকানো হচ্ছে। আমাদের যখন ডোর টু ডোর গিয়ে প্রচার করছে, লিফলেট দিয়েছে বলছে কেন লিফলেট নিয়েছো। আমি তাদের বলতে চাই, ভাই ৪ তারিখের পর থাকতে চাও কিনা সুস্থ। বাড়িতে থাকতে চাও কিনা ঠিক করো। ওই চমকিয়ে, ধমকিয়ে আর রাজনীতি করতে দেবো না। আমি তো এসেছি ৫ বছর থাকবো তখন হিসাব হবে, দেখা হবে, পাড়ায় দেখা হবে, কে কেমন থাকবে সেটা তাদের ব্যবহার দেখে আমরা ঠিক করব।