ভাতার (পূর্ব বর্ধমান) :- ভোট বড় বালাই। বেজে গেছে ভোটের বাদ্যি। বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ভোট উত্সব হলেও আজ এই ভোটের জন্য ভাতারের চাষীদের ভোর থেকে দিতে হল লাইন। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে হলে ঠিকঠাক রাখতে হবে জমির কাগজ, পড়চা। মিউটেশন না থাকলে চাষীরা পাবেন না এই সুযোগ। যেহেতু ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়ে গেছে, তাই জমির এই কাগজপত্র ঠিক করার কাজ আগামী বেশ কিছুদিন বন্ধও থাকবে। আর তাই বুধবার শেষদিনে উপচে পড়ল ভীড়। জানা গেছে, ভোট প্রক্রিয়া মিটলে পুনরায় এই কাজ চালু হবে বলে জানিয়েছেন ভূমি দপ্তরের আধিকারিক। ভাতারের ১৪টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৩০০০ চাষী তাদের জমি সংক্রান্ত নথি ঠিক করার জন্য এদিন লাইনে দাঁড়ান। দীর্ঘ এক কিলোমিটার পর্যন্ত এই লাইন হয়ে যায় ভাতারের ভুমি দপ্তরের সামনে। গ্রামবাসীরা জানিয়েছেন, লোকসভা ভোট। ভোটের পর আবার এই নথি ঠিক করা যাবে । তাই বাধ্য হয়েই তারা হাজির হয়েছেন ভুমি দপ্তরে। ভাতারের ভূমি আধিকারিক সৌমেন চট্টোপাধ্যায় জানান, বিগত দিনে জমির কাগজপত্র ঠিক করার প্রবণতা ছিল না চাষীদের মধ্যে। বর্তমান সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য জমি সংক্রান্ত সঠিক নথি জমা দিতে হচ্ছে চাষীদের। তাই আজ দীর্ঘ লাইন। তবে অন্য অন্য দিনের তুলনায় আজকে লাইন টা একটু বেশি।