E Purba Bardhaman

অষ্টম শ্রেণীর ছাত্রের আত্মহত্যাকে ঘিরে রহস্য

Mysteries surrounding the suicide of the eighth grade student. At Burdwan Town

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গলায় গামছার ফাঁসে নিজের বাড়িতেই অষ্টম শ্রেণির এক ছাত্রের আত্মহত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরে। মৃত ছাত্রের নাম জিত সাহা (১৩)। বাড়ি বর্ধমান শহরের বড়নীলপুর খেলার মাঠ এলাকায়। মৃতের বাবা বিপ্লব সাহা রাজমিস্ত্রির কাজ করেনমা যমুনা সাহা অন্যের বাড়িতে রান্নার কাজ করেন। জিত বড়নীলপুরের আচার্য্য দুর্গাপ্রসন্ন বিদ্যামন্দিরের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। মৃত ছাত্রের বাবা বিপ্লব সাহা জানিয়েছেনবৃহস্পতিবার সকালে জিতই বাবামাকে চা করে খাওয়ায় এবং নিজেও খায়। এরপরই তাঁরা ৩জনেই বেড়িয়ে পড়েন। বিপ্লববাবু জানিয়েছেনতিনি নিজে রাজমিস্ত্রীর কাজ করতে যাবার সময় রাস্তায় তাঁর সঙ্গে জিতের দেখা হয়। জিত তাঁকে জানায়পায়ে ব্যথার জন্য সে টিউশন পড়তে যেতে পারছে না। তা শুনে বিপ্লববাবু ছেলেকে বাড়ি ফিরে পড়তে বসার কথা বলেন। এরপরই তিনি কাজে চলে যান। প্রতিবেশীরা জানিয়েছেনএদিন জিত পড়তে না গিয়ে বড়নীলপুরের সপ্তরথী ক্লাবের কাছে বেশ কয়েকজনের সঙ্গে দেখাও করেন। দীর্ঘদিন তাঁরা ওই এলাকাতেই ভাড়া থাকত। গত মাসখানেক আগে খেলারমাঠ এলাকায় চলে যান। কিন্তু এদিন তার আচার আচরণে কোনো পরিবর্তনই তারা লক্ষ্য করেননি। যমুনাদেবী জানিয়েছেনঅন্যান্যদিনের থেকে এদিন তিনি একটু আগেই রান্নার কাজ সেরে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। এরপর তিনি দরজার শেকল ভেঙে ঘরে ঢুকে দেখেন গামছার ফাঁসে জিতের ঝুলন্ত দেহ। সঙ্গে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। কিন্তু কি কারণে এই ছাত্র আত্মঘাতি হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। জিতের বাবা মা সহ এলাকার মানুষ জানিয়েছেনঅত্যন্ত শান্ত স্বভাবের ছেলে ছিল। তাকে বকাবকিও করা হয়নি। কিন্তু কি কারণে তার এই আত্মহত্যা তা বুঝে উঠতে পারছেন না তাঁরাও।

Exit mobile version