বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের লস্করদিঘী পশ্চিমপাড় এলাকার একটি ভাড়া বাড়ি থেকে এক সিগারেট ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম সেখ সাজ্জাদ ওরফে দোলন (৪৮)। তাঁর বাড়ি মঙ্গলকোটের বক্সিনগরে। গত ৬ মাস ধরে ব্যবসায়িক কারণে তিনি লস্করদিঘী পশ্চিমপাড় এলাকায় বাড়ি ভাড়া নিয়ে একাই থাকতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বাড়ির মালিকের ছেলে বারান্দার আলো জ্বলছে না দেখে সাজ্জাদ মন্ডলকে ডাকাডাকি করে কোনোরকম সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে ঘরের আলো জ্বালিয়ে দেখেন অর্ধনগ্ন অবস্থায় বিছানার ওপরে পড়ে আছেন সাজ্জাদ মন্ডল। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। সন্দেহ হওয়ায় তিনি এলাকার লোকজনদের ডাকাডাকি করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাজ্জাদ মন্ডল সিগারেটের পাইকারি ব্যবসা করতেন। সেই সূত্রে তাঁর ঘরে অনেকেরই আসা যাওয়া ছিল। বুধবার সকাল ১১ টা পর্যন্ত তাঁকে ঘরের বাইরে দেখা যায়। কিন্তু দুপুরের পর থেকে তাঁকে স্থানীয়রা ঘর থেকে বের হতে দেখেননি। এরপর সন্ধ্যা নাগাদ তাঁর দেহ পরে থাকতে দেখা যায় বাড়ির ভিতর। মৃতের পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। কি কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ।