E Purba Bardhaman

বড়দিনের আগে জেলা জুড়ে নাকা চেকিং, তল্লাশি

Naka Checking, search across the district before Christmas

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বড়োদিন ও নববর্ষকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা রুখতে ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে জেলাজুড়ে জেলার সীমানাবর্তী এলাকা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাগুলিতে নাকা চেকিং ও স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হল। একই সঙ্গে জেলার স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। ইতোমধ্যেই বর্ধমান, দেওয়ানদিঘী, শক্তিগড়, গলসী, মেমারী, জামালপুর, মন্তেশ্বর থানা-সহ জেলার একাধিক থানার পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় চলছে নাকা চেকিং। এছাড়া বর্ধমান শহরের শপিংমল, বাসস্ট্যান্ড, বর্ধমান জুলজিকাল পার্ক, বিশ্ববিদ্যালয় চত্বর, স্টেশন এলাকা, বর্ধমানের জেলখানা মোড় প্রভৃতি এলাকাতেও এদিন চেকিং করা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে মন্তেশ্বর থানার ভাদাই এলাকায় জুয়া খেলার অপরাধে পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে নগদ ১০,৮০০ টাকা ও বেশ কয়েকটি নতুন তাসের প্যাকেট উদ্ধার করা হয়।

Exit mobile version