বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সোমবার থেকে পূর্ব বর্ধমান জেলা জুড়ে কার্যকর হতে চলেছে নয়া বাসভাড়া। ভাড়া বাড়ছে মিনিবাস থেকে সাধারণ এবং এক্সপ্রেস বাসেও। পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধিতে বাসের ভাড়া বৃদ্ধির দাবী মেনে নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্য সরকার সম্মতিও জানিয়েছে। আর পরিবর্তিত এই নয়া বাসভাড়া সোমবার থেকেই চালু হতে চলেছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে। উল্লেখ্য, চলতি মাসের ৮ জুন বাস ভাড়া নিয়ে কলকাতায় বৈঠক হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বাস ভাড়া বৃদ্ধির বিষয়টি জানান। এরপর চলতি জুন মাসের ১০ তারিখে এই বর্ধিত বাস ভাড়া চালুর বিষয়ে বিজ্ঞপ্তি জারী করে পূর্ব বর্ধমান জেলা পরিবহণ দপ্তর। বর্ধমান টাউন মিনিবাস ওনার্স সংগঠনের সম্পাদক প্রদীপ মুখার্জ্জী জানিয়েছেন, রাজ্য সরকারের নতুন বর্ধিত বাসভাড়ায় বর্ধমান জেলায় প্রথম ৪ কিলোমিটারে সাধারণ বাসের ক্ষেত্রে ৭টাকা, মিনি বাসের ক্ষেত্রে ৮টাকা এবং আন্তঃরাজ্য বাসের ক্ষেত্রে ৮টাকা ৫০ পয়সা ধার্য করা হয়েছে। তিনি জানিয়েছেন, পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ৭০ – ৭৫ পয়সা করে ধার্য করা হলেও খুচরো সমস্যায় তা পুরো (রাউণ্ডআপ) নেবার কথাই বলা হয়েছে। সেক্ষেত্রে প্রথম ৪ কিলোমিটারের পর বাস্তবে প্রতি কিলোমিটারের জন্য ভাড়া বাড়ছে প্রায় ১ টাকা। অন্যদিকে, সোমবার থেকে এই নয়া বাস ভাড়া চালু হতে চললেও যাত্রীরা জানিয়েছেন, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হলে বাসের ভাড়া বৃদ্ধি হয়। কিন্তু তেলের দাম কমলে কখনই ভাড়া কমানো হয় না। এর সঙ্গে রয়েছে নির্দিষ্ট সময়ে বাস চলাচল করার বিষয়টিও। বাসযাত্রী কানাইলাল বিশ্বাস জানিয়েছেন, সঠিক নিয়ম ও সময় মেনে বাস চলাচল করলে বর্ধিত ভাড়া দিতে আপত্তি নেই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বাসগুলি নিয়ম ও সময় মেনে চলাচল করে না। অধিকাংশ টাউন সার্ভিস বাস ভগ্নাবস্থায় চলছে। প্রশাসনের উচিত এব্যাপারেও পদক্ষেপ গ্রহণ করা।