E Purba Bardhaman

বর্ধমানে শুরু হলো ‘নীলপুর যুব উৎসব’, চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত

'Nilpur Yubo Utsav' started in Burdwan, will continue till January 14

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আমাদের হাতে এখন আর সময় নেই। সবসময়ই সবাই খুব ব্যস্ত। তাই পাশের মানুষটার দিকে তাকাই না। পাশের বাড়ির মানুষগুলো কেমন আছেন দেখি না। সবসময়ই ব্যস্ততা। বাংলা ভুলে গেছি। একটা কথা বললে তার মধ্যে ৫ টা ইংরেজি বলি। তাও ভুল বলি। অনেকেই ভাবেন ইংরেজি না বললে হয় না। কিন্তু তাঁরা ভুলে যান শিকড়কে ভোলা উচিত নয়। বুধবার বর্ধমানের নীলপুর যুব উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে এসে এভাবেই বাংলার সংস্কৃতিকে মনে করিয়ে দিয়ে গেলেন অভিনেত্রী সোহিনী সরকার। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ বলেন, এতদিন মেলা হত না। অনেকে দুঃখে থাকত। এখন অনেক মেলা, উৎসব হচ্ছে, মানুষ আনন্দে আছে। আর কয়েকদিন পরই যুদ্ধের দামামা বাজবে। লড়াইয়ের ময়দানে নামতে হবে। উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভার আসনে সায়নী ঘোষ দাঁড়াতে পারেন বলে চর্চা শুরু হয়েছে। এদিন সরাসরি সেই প্রসঙ্গে না গিয়েই সায়নী চর্চার প্রসঙ্গ উসকে দিয়ে বলেন, আমি আপনাদের ঘরের মেয়ে। অনেক জেলায় ঘুরলেও বর্ধমানকে আমার খুব ভাল লাগে। বিগত সমস্ত নির্বাচনে বর্ধমানে ঘুরেছি। অন্যান্যদের মধ্যে এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, বিডিএ-র চেয়ারম্যান কাকলী গুপ্ত তা, পুরপ্রধান পরেশ সরকার, বিধায়ক খোকন দাস, অভেদানন্দ থান্ডার, নীলপুর যুব উৎসবের মূল উদ্যোক্তা স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলার তথা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার প্রমুখরা। ছোটনীলপুরের জাগরণী সংঘের মাঠে এই উৎসব চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। নীলপুর যুব উৎসবের অন্যতম আকর্ষণ ‘বাহারে আহারে খাদ্য মেলা’-য় এবার রাজ্যের বিভিন্ন এলাকার স্বনামধন্য প্রতিষ্ঠানের খাবারের আয়োজন নিয়ে থাকছে প্রায় ৫০ টি স্টল। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী সোহিনী সরকার ছাড়াও দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর সঙ্গে ব্যান্ডেজ। ১১ জানুয়ারি উপস্থিত থাকবেন সংগীত শিল্পী আবির বিশ্বাস ও অভিনেত্রী নুসরাত জাহান। ১২ জানুয়ারি উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী রাহুল দত্ত ও শীলাজিৎ। ১৩ জানুয়ারি উপস্থিত থাকবেন অভিনেতা প্রসেঞ্জিত্ত চ্যাটার্জী। ১৪ জানুয়ারি উপস্থিত থাকবেন বাংলা ধারাবাহিকের একঝাঁক অভিনেত্রী। এবারের উৎসবের ট্যাগ লাইন দেওয়া হয়েছে ‘বাড়বে এবার উৎসবের মান, বাহারে আহারে এবার বর্ধমান’।


Exit mobile version