E Purba Bardhaman

বিবেকানন্দের জন্মবার্ষিকীকে সামনে রেখে ১০ জানুয়ারি থেকে বর্ধমানে ‘নীলপুর যুব উৎসব’

Nilpur Yubo Utsav will be organized from January 10 to 14 in Burdwan to pay tribute to Vivekananda's birth anniversary

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী ১০ থেকে ১৪ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীকে সামনে রেখে বর্ধমান শহরের নীলপুরে অনুষ্ঠিত হচ্ছে নীলপুর যুব উৎসব। দ্বিতীয় বছরে পা দেওয়া এই উৎসবকে সামনে রেখে রীতিমতো সাজো সাজো রব পড়েছে গোটা এলাকা জুড়ে। সোমবার সাংবাদিক বৈঠকে নীলপুর যুব উৎসবের মূল উদ্যোক্তা স্থানীয় কাউন্সিলার তথা তৃণমূল যুব কংগ্রেসের পূর্ব জেলা সভাপতি রাসবিহারী হালদার জানিয়েছেন, গতবছর থেকেই তাঁরা এই উৎসবকে সামনে রেখে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে একাধিক উদ্যোগ নেন। এবারেও তাঁরা বিশেষভাবে সক্ষমদের জন্য সাহায্য, এলাকার ক্লাবগুলিকে খেলার সরঞ্জাম প্রদান ছাড়াও স্থানীয় প্রায় ১০০০ শিল্পীকে নিয়ে তাঁরা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছেন। ১০ জানুয়ারি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন অভিনেত্রী সোহিনী সরকার। উপস্থিত থাকবেন অভিনেত্রী তথা রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লাহ চৌধুরি, জেলার একাধিক বিধায়ক ও অন্যান্য জনপ্রতিনিধি। ১০ জানুয়ারি অভিনেত্রী সোহিনী সরকার ছাড়াও ওই দিনই দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মীর সঙ্গে ব্যান্ডেজ। ১১ জানুয়ারি উপস্থিত থাকবেন সংগীত শিল্পী আবির বিশ্বাস ও অভিনেত্রী নুসরাত জাহান। ১২ জানুয়ারি উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী রাহুল দত্ত ও শীলাজিৎ। ১৩ জানুয়ারি উপস্থিত থাকবেন অভিনেতা প্রসেঞ্জিত্ত চ্যাটার্জী। ১৪ জানুয়ারি উপস্থিত থাকবেন বাংলা ধারাবাহিকের একঝাঁক অভিনেত্রী। নীলপুর যুব উৎসব কমিটির সভাপতি রাসবিহারী হালদার জানিয়েছেন, নীলপুর যুব উৎসবের অন্যতম আকর্ষণ ‘বাহারে আহারে খাদ্য মেলা’-য় এবার রাজ্যের বিভিন্ন এলাকার স্বনামধন্য প্রতিষ্ঠানের খাবারের আয়োজন নিয়ে থাকছে প্রায় ৫০ টি স্টল। এবারের উৎসবের ট্যাগ লাইন দেওয়া হয়েছে ‘বাড়বে এবার উৎসবের মান, বাহারে আহারে এবার বর্ধমান’। ছোটনীলপুরের জাগরণী সংঘের মাঠে এই উৎসব চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।

Exit mobile version