E Purba Bardhaman

এবার ভোটারদের বাড়ি জিপিএসে – শুরু হচ্ছে দেড়মাস ব্যাপী ভোটার ভেরিফিকেশন প্রোগ্রাম

now the voters house is on the gps starting a one and a half month voter verification program

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এবার সমস্ত ভোটারদের জিপিএসের অধীনে নিয়ে আসতে চলেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই জেলায় জেলায় এব্যাপারে প্রয়োজনীয় কাজ শুরু করার নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার এব্যাপারে সর্বদলীয় বৈঠক করলেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন) অরিন্দম নিয়োগী। বৈঠকে হাজির ছিলেন বিজেপি, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিপিএমের প্রতিনিধিরাও। এদিন অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন, ভোটার কার্ড নিয়ে অজস্র অভিযোগের নিষ্পত্তি করতে আগামী ১৬ আগষ্ট থেকে গোটা সেপ্টেম্বর মাস জুড়ে নির্বাচন দপ্তর বুথ লেবেল অফিসারদের ভোটারদের বাড়ি বাড়ি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার এব্যাপারে সমস্ত রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের নয়া নির্দেশ সম্পর্কে জানিয়েও দেওয়া হল। তিনি জানিয়েছেন, এই দেড়মাস ব্যাপী কর্মসুচীতে বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। একদিকে, যেমন বুথ লেবেল অফিসাররা প্রতিটি ভোটারদের বাড়ি যাবেন। তেমনি তাঁদের ভোটার কার্ডে কোনো অসুবিধা আছে কিনা (নাম, ঠিকানা ভুল, ছবি ভুল ইত্যাদি) তাও তাঁরা নথীভুক্ত করবেন। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের নতুন নির্দেশানুসারে ভোটারদের গোটা পরিবারের নাম একসারিতে রাখা এবং ভোটারদের বাড়ির অক্ষমাংশ ও দ্রাঘিমাংশ নির্বাচন কমিশনের ওয়েবে আপলোড করা হবে। এর মাধ্যমে জানতে পারা যাবে সংশ্লিষ্ট ভোটারদের বাড়ি ঠিক কোথায়। এছাড়াও ১৬ আগষ্ট থেকে শুরু হচ্ছে ভোটারদের ভোটার সচিত্র পরিচয় পত্র সম্পর্কে জানতে অ্যাপস্। যার নাম দেওয়া হয়েছে ভোটার হেল্প লাইন। এর মাধ্যমে ভোটাররা তাঁদের এপিক কার্ড সহ ভোটকেন্দ্র, পার্ট নং সবই জানতে পারবেন। এছাড়াও এই ভোটার ভেরিফিকেশন প্রোগ্রামের মাধ্যমে এর সঙ্গে নির্বাচন কমিশন ভূয়ো ভোটারদেরও বাদ দিতে চাইছেন। এদিন নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমস্ত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরাও। সিপিএমের আব্দুল মালেক জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাঁরা ভোটার সচিত্র পরিচয় পত্রের এই ভুল সম্পর্কে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি জানিয়েছেন, ভোটার সচিত্র পরিচয়পত্রের বিভিন্ন রকমের ভুল থাকায় সাধারণ মানুষকে বিবিধ সমস্যার মুখে পড়তে হচ্ছে। দীর্ঘদিন পর প্রশাসন এব্যাপারে পদক্ষেপ গ্রহণ করায় তাঁরা খুশী। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি উজ্জ্বল প্রামাণিক জানিয়েছেন, এই কর্মসূচীতে প্রকৃত ভোটারদের একটি ডাটা বেস তৈরী হবে। তিনি জানিয়েছেন, এই কর্মসুচীতে রাজনৈতিক দলগুলির কোনো সংযোগ থাকছে না। কংগ্রেসের প্রতিনিধি কাশীনাথ গাঙ্গুলী জানিয়েছেন, অনেকদিন পর ভোটারদের নিয়ে নির্বাচন কমিশন একটা ভাল পদক্ষেপ গ্রহণ করায় তাঁরা স্বাগত জানিয়েছেন।

Exit mobile version