E Purba Bardhaman

ক্ষমতায় থাকলেও এখনো জঙ্গলে রাত জেগে কর্মীসভা করার সাহস নেই তৃণমূল নেতাদের – স্বপন দেবনাথ

Nurul Islam memorial meeting - Minister Swapan Debnath (1)

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- তাঁরা ক্ষমতায় আছেনআছেন বর্ধমান জেলার সমস্ত পঞ্চায়েতের ক্ষমতায়। তবুও রাতে জঙ্গলের মধ্যে তাঁরা সভা করতে সাহস পাননা। কিন্তু প্রয়াত কংগ্রেস নেতা নুরুল ইসলাম ছিলেন অকুতোভয়। তিনিই আউশগ্রামের জঙ্গলের মধ্যে খড়ের বিছানায় শুয়ে করেছিলেন কর্মীসভা। লড়েছিলেন সিপিএমের বিরুদ্ধে। বুধবার বর্ধমান টাউন হলে প্রয়াত কংগ্রেস নেতা নুরুল ইসলামের স্মরণসভায় এসে এভাবেই আত্মসমালোচনা করে গেলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ। তিনি এদিন বলেননুরুল ইসলামের হাত ধরেই তিনি রাজনীতিতে এসেছেন। নুরুল ইসলামের কর্মী দরদ তাঁরা দলের প্রতি ভালবাসা আজ নজীর সৃষ্টি করেছে। কিভাবে দলের কর্মীদের সাহস জোগাতেন তা কেবলমাত্র নুরুল ইসলামই শিখিয়েছেন। এরপরই স্বপনবাবু বলেনএখন তাঁরা ক্ষমতায় আছেনকিন্তু এখনও তাঁরা সেই আউশগ্রামের জঙ্গলের মধ্যে রাত জেগে কর্মী সভা করার কথা ভাবতেই পারেন না। এদিন এই সভায় হাজির ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থী মমতাজ সংঘমিতাবর্ধমান পূর্বের প্রার্থী সুনীল মণ্ডল সহ জেলার তৃণমূল নেতৃত্ব। এখানেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি অরূপ দাস জানিয়েছেনতৃণমূল কংগ্রেসে এখন নুরুল ইসলামের মত গ্রহণযোগ্য নেতার বড়ই অভাব। দিশাহীন হয়ে চলছে এখন কর্মীরা। অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন নুরুল ইসলাম স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক আজিজুল হক মণ্ডলউত্তম সেনগুপ্তরবি চট্টোপাধ্যায়।

Exit mobile version