বর্ধমান (পূর্ব বর্ধমান) :- প্লাস্টিকের হাত থেকে পৃথিবী নামক এই গ্রহকে বাঁচাতেই হবে। এই সংকল্প নিয়ে সোমবার বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রায় ৫০জন ছাত্রছাত্রী এবং ফোর বেঙ্গল এনসিসির ১২০জন ক্যাডার-সহ বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুল, সিএমএস, রামকৃষ্ণ স্কুল, রামাশীষ স্কুল এবং ভিটা স্কুলের ছাত্রছাত্রীরা সংগ্রহ করল ১৫৭ কেজি প্লাস্টিক। সোমবার সুইচ অন ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষ্যে ‘গ্রহ বনাম প্লাস্টিক’ শীর্ষক বর্জ্য সংগ্রহ অভিযানে অংশ নেয় এই ছাত্রছাত্রীরা। ওই সংগঠনের সদস্য সন্দীপন সরকার জানিয়েছেন, এদিন ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্র থেকে সংগ্রহ করেছে প্রায় ১৫৭ কেজি প্লাস্টিক, ৯কেজি ইলেকট্রনিক বর্জ্য, ১৭ কেজি পুরোনো জামা কাপড় এবং ১১কেজি পুরোনো বই খাতা। এগুলি বর্জ্য পুনর্ব্যবহারকারী ব্যবস্থাপকের হাতে তুলে দেওয়া হয়। সন্দীপনবাবু জানিয়েছেন, পৃথিবীর স্বচ্ছতায় ছাত্রছাত্রীরা এদিন যেভাবে এগিয়ে এসেছে তা গোটা জেলা জুড়ে ছড়িয়ে দেবার উদ্যোগ নিচ্ছেন তাঁরা। জেলা থেকে তা রাজ্য স্তরেও ছড়িয়ে দেওয়া হবে। এদিন গায়ক সিদ্ধার্থ শংকর রায়ও এই উদ্যোগে অংশ নেন এবং এই কাজের ভূয়সী প্রশংসা করেন।