বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অনলাইনে অর্ডার দিয়ে মোবাইলের বদলে এলো প্যাকেট বন্দি পাথরের টুকরো। বর্তমানে অনলাইন নির্ভরতা বৃদ্ধি পাওয়ায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শহর বর্ধমানে। অনলাইন সংস্থার বিরুদ্ধে মামলা রুজু বর্ধমান থানায়। বর্ধমান শহরের বাসিন্দা পেশায় একটি বেসরকারী সংস্থার কর্মী অম্নান গুহ অনলাইনে একটি জনপ্রিয় অ্যাপে ৩১ হাজার টাকা দিয়ে দুটি মোবাইলের অর্ডার দেন। ৩ জুলাই সেই অর্ডার এসে পৌঁছালে দেখা যায় একটি মোবাইল প্যাকেটে মোবাইল থাকলেও আর একটি প্যাকেট ছিলো পাথরের টুকরো। এরপরই তিনি ওই সংস্থাকে জানানোর পাশাপাশি বর্ধমান থানাতেও অভিযোগ দায়ের করেন।