E Purba Bardhaman

রাইস মিলদের কাছে বকেয়া ১৩০ কোটি, প্রাপ্য আদায়ে মিলের সামনে বিক্ষোভ

Paddy traders protested in front of the mills to collect Rs. 130 crore due from the rice mills.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমানের হাটগোবিন্দপুরের অজয় মডার্ন রাইস মিল কর্তৃপক্ষের কাছে অনাদায়ি ৮ কোটি ৫০ লক্ষ টাকা আদায়ের দাবিতে রবিবার মিলের সামনে অবস্থান বিক্ষোভ করল পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির বর্ধমান জেলা শাখা। কয়েকশো ধান ব্যবসায়ী এদিন এই বিক্ষোভে উপস্থিত ছিলেন। রাজ্য কমিটির কনভেনর ও জেলা সম্পাদক বিশ্বজিৎ মল্লিক এবং জেলা সভাপতি সুকান্ত পাঁজা এদিন জানিয়েছেন, এই অনাদায়ি টাকা না পাওয়া পর্যন্ত তাঁরা আমরণ অনশনে বসতে চলেছেন। এদিন বিশ্বজিৎ মল্লিক জানিয়েছেন, এই মুহূর্তে বর্ধমান জেলায় তাঁদের বিভিন্ন রাইসমিলে ধান দেওয়া বাবদ অনাদায়ি টাকার পরিমাণ প্রায় ১৩০কোটি টাকা। এই টাকা আদায়ের জন্য তাঁরা হাজার হাজার কৃষক ও কৃষি পণ্য ব্যবসায়ীদের নিয়ে বৃহত্তর সংগ্রামের পথে নামতে চলেছেন। কারণ দীর্ঘদিন ধরেই তাঁরা রাইসমিল মালিকদের তাঁদের বকেয়া টাকা দেবার জন্য আবেদন জানিয়ে যাচ্ছেন। কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। বিশ্বজিতবাবু জানিয়েছেন, এই অনাদায়ি টাকা কেবলমাত্র ধান ব্যবসায়ীদের টাকা নয়। এর সঙ্গে যুক্ত রয়েছেন কয়েক হাজার কৃষক। তাঁদের কাছ থেকে ধান কিনে ধান ব্যবসায়ীরা মিলে দেন। মিল টাকা দিলে তাঁরা সেই টাকা থেকে কৃষকদের দেন। কিন্তু এই বিপুল পরিমাণ টাকা অনাদায়ি থাকায় ধান ব্যবসায়ীরা যেমন সমস্যায় পড়েছেন তেমনি সমস্যায় পড়েছেন কৃষকেরাও। তিনি বলেন, কৃষকদের টাকা আদায়ের লক্ষ্যে তাঁরা জীবনপণ করে লড়তেও রাজি। বিশ্বজিতবাবু জানিয়েছেন, অনাদায়ি প্রায় ৮ কোটি ৫০ লক্ষ টাকা না মিটিয়েই এই রাইসমিলকে নিলাম করার নোটিশ জারি করা হয়েছে। কিন্তু তাঁরা চান তাঁদের প্রাপ্য বকেয়া টাকা আগে দিতে হবে তারপর তাঁরা নিলাম করতে দেবেন। তিনি দাবি করেছেন, আগে তাঁদের সঙ্গে বসে একটা সমাধানের রাস্তায় আসতে হবে। তারপর নিলাম হবে।

Exit mobile version