বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগুন লাগল বর্ধমানের রেনেসাঁ উপনগরীর একটি আবাসনে। আর এই ঘটনায় আতঙ্ক ছড়ায় বর্ধমান শহর লাগোয়া এই উপনগরীতে। যদিও দমকল বাহিনী আসার আগে স্থানীয় কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। রোহিনী নামের ওই আবাসনের বাসিন্দা প্রীতিকণা নায়েক ও বন্দনা রায় জানিয়েছেন, শনিবার আবাসনের লিফট সারানোর কাজ চলছিল। সেখানেই মিটার বক্সে হঠাৎই দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। মুহূর্তে ঘন কালো ধোঁয়া-সহ আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে তিনটি ঘরের বাসিন্দারা বেরিয়ে আসতে সক্ষম হন। বাকিরা বেরিয়ে আসতে পারেন নি। এসময় কর্মীরা এসে পাশের বিল্ডিং থেকে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে এসে আগুন নেভান। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, যদিও তার আগেই আগুন আয়ত্তে চলে আসে।
বন্দনা রায়, প্রীতিকণা নায়েক জানিয়েছেন, এই ঘটনায় তাঁরা আতঙ্কিত। গোটা রেনেসাঁ উপনগরীতে রক্ষণাবেক্ষণ হয় না। কর্তৃপক্ষ তাঁদের কথা শোনেনা। লিফট মাঝে মাঝেই খারাপ হয়ে থাকে। বাসিন্দারা প্রতি মাসে টাকা দিয়ে থাকেন, কিন্তু রক্ষণাবেক্ষণ হয় না। এদিন অগ্নিনির্বাপক যন্ত্রও ঠিকমতো কাজ করছিল না বলে তাঁদের অভিযোগ। বন্দনা রায় জানিয়েছেন, আগে জানলে এখানে ফ্ল্যাট কিনতাম না, এখন বিক্রি করে দেওয়ার কথা ভাবছি।
যদিও আবাসিকদের অভিযোগ উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রেনেসাঁর পক্ষে সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন) অরিজিৎ ঘোষ জানিয়েছেন, ডব্লিউবিএসইডিসিএল-এর মিটার বক্সে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে তাঁদের অনুমান। কর্তৃপক্ষ সমস্ত বিষয় খতিয়ে দেখছে। এসইডিসিএল-কেও ডেকে পাঠান হয়েছে। উপনগরীর কর্মীরাই আগুন নিভিয়েছেন। ফায়ার ব্রিগেড এসে তাঁদের ব্যবস্থা দেখে খুশী বলে জানিয়েছেন অরিজিৎ ঘোষ। তিনি জানান, আগুন লাগার বিষয়টি ডব্লিউবিএসইডিসিএলও খতিয়ে দেখবে। আবাসিকদের অভিযোগ সম্পর্কে অরিজিৎ ঘোষ জানিয়েছেন, রক্ষণাবেক্ষণ সংক্রান্ত অভিযোগ মিথ্যে। এদিন ১০ টি অগ্নিনির্বাপক যন্ত্র-ই কাজ করেছে, ফলে আগুন নেভানো সম্ভব হয়েছে।