E Purba Bardhaman

ছাত্রকে শাসন করায় শিক্ষককে বেধড়ক পেটালেন অভিভাবকরা

Parents beat the teacher for disciplining the student

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ক্লাসে বদমাইসি করায় শিশু শ্রেনীর এক ছাত্রকে গালে চর মারায় রাগে অগ্নিশর্মা হয়ে ওই ছাত্রের বাবা ক্লাসে ঢুকে বেধড়ক মারধর করলেন শিক্ষককে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বর্ধমান শহরের নবাবহাট এফপি স্কুলে। স্কুলের প্রধান শিক্ষিকা রীনা দে জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে ক্লাসে বদমাইসি করায় সেখ রামিজ নামে এক শিশু শ্রেণীর ছাত্রকে গালে চড় মারেন শিক্ষক মৈনাক মুখার্জ্জী। শিক্ষকের চড় শিশুটির গাল ছাড়িয়ে কানে গিয়ে লাগে। এরপরই ছাত্রটি বাড়ি গিয়ে তার বাবা সেখ আসগরকে জানান। কোনো কিছু না বুঝেই এরপর তিনি আচমকাই ক্লাস চলাকালীন ক্লাসে ঢুকে শিক্ষকের কলার ধরে তাঁকে মারধর করেন। এমনকি লাঠি দিয়েও বেধড়ক মারতে থাকেন। বিষয়টি জানতে পেরে তাঁরা গিয়ে পরিস্থিতি সামাল দেন। গোটা ঘটনায় স্কুলে আতংক ছড়িয়েছে শিক্ষক মহল থেকে ছাত্রছাত্রীদের মধ্যেও। ছাত্রছাত্রীরা জানিয়েছে, যেভাবে মাষ্টারমশাইকে মারা হয়েছে তাতে তারা ভয় পাচ্ছে। একইকথা শিক্ষকরাও জানিয়েছেন। প্রধান শিক্ষিকা জানিয়েছেন, ছাত্রছাত্রীরা বদমাইশি করলে তাদের শাসন তো করতেই হবে। তবে এই ঘটনায় তারা রীতিমত আতংকিতই। তিনি জানিয়েছেন, আহত শিক্ষকের চিকিত্সা করানো হয়েছে। গোটা ঘটনাটি তিনি স্কুলের পরিদর্শককে জানিয়েছেন। যদিও ওই শিক্ষক বা তার পরিবারের কেউই এব্যাপারে মুখ খুলতে রাজী হননি। অভিযুক্ত অভিভাবক সেখ আসগর জানিয়েছেন, তিনি রাগের মাথায় এটা করে ফেলেছেন। এজন্য তিনি অনুতপ্তও। অপরদিকে, গোটা বিষয়টি সম্পর্কে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অচিন্ত্য চক্রবর্তী জানিয়েছেন, এখনও এব্যাপারে তিনি কিছু জানেন না। তিনি খোঁজ নিয়ে দেখছেন।

Exit mobile version