ভাতার (পূর্ব বর্ধমান) :- স্কুলের ভর্তি ফি বাড়ানোয় বিপাকে পরছেন অভিভাবকরা। প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভে সামিল হলেন অভিভাবকরা। স্কুলের গেটের সামনে পোস্টার হাতে বিক্ষোভ দেখান তাঁরা। স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের স্কুলের বাইরে আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বনপাস শিক্ষানিকেতন স্কুলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। প্রায় ঘন্টা দু’য়েক পর স্কুলে প্রবেশ করেন শিক্ষক শিক্ষিকারা। জানা গেছে, ভাতার ব্লকের বনপাস শিক্ষা নিকেতনে ভর্তি ফি-সহ নানান পরিষেবা বাবদ মোট ৮৫০ টাকা ধার্য করা হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ জানায় ২৪০ টাকা সরকারি ফি, ১৬০ টাকা অনুদান এবং ৪৫০ টাকা কম্পিউটার শিক্ষার ফি ধার্য করা হয়। আর এই বর্ধিত ফি নিয়ে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা।