E Purba Bardhaman

বৃষ্টির জেরে ভেঙে পড়ল বাড়ির একাংশ

Part of the house collapsed due to rain at Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ঘূর্ণিঝড় ‘দানা’-র প্রভাবে একনাগাড়ে বৃষ্টির জেরে হুড়মুড়িয়া ভেঙে পড়লো পুরাতন চুন সুরকি দ্বারা তৈরি দোতলা বাড়ির একাংশ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বর্ধমান পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের শ্যামবাজার এলাকায়। বর্ধমান রাজ আমলের তৈরি এই বাড়ির একাংশ ধ্বসে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দানার প্রভাবে (ডেনা / ডানা / দানা / Dana / Cyclone Dana) বৃহস্পতিবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত লাগাতার বৃষ্টির জেরেই ভেঙে পড়ে বাড়িটির একাংশ। জানা গেছে, বর্ধমান পৌরসভার তরফ থেকে দু-মাস আগে এই বাড়িটি বিপদজনক বলে নোটিশ জারি করা হয়েছিল। এমনকি পৌরসভার পক্ষ থেকে এই বাড়ি খালি করার জন্য নোটিশও জারি করা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০ নম্বর ওয়ার্ডের শ্যামবাজার এলাকার এই বাড়িটি রাজ আমলে নির্মিত হয়। অবিরাম বৃষ্টিতে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ধাপে ধাপে ভাঙতে শুরু করে এই দোতলা বাড়ির একাংশ। যদিও এই বাড়িগুলিতে কেউ না থাকায় কারো কোনো প্রকার ক্ষতি হয়নি। তবে এই বাড়ি ভেঙে পড়ায় পাশে থাকা একটি ফ্ল্যাটের আংশিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন সেখানকার আবাসিকরা।

Exit mobile version