E Purba Bardhaman

৬০ টাকায় ১০০ পিস গোলাপ কেনার ভীড় উপচে পড়ল বর্ধমানে

people crowd to buy 100 roses at 60 rupees

বর্ধমান (পূর্ব বর্ধমান) :-  ভ্যালেন্টাইন্স ডে পেরিয়ে গেছে প্রায় দেড় মাস হতে চললো। কিন্তু বুধবার বর্ধমানে হঠাৎই গোলাপ কেনার হিড়িকে মাতল যুবক যুবতী থেকে পথ চলতি অগণিত মানুষ। বর্ধমানের কৃষ্ণসায়র পার্কের বাইরে এদিন সকাল থেকেই দেদার বিক্রি হল গোলাপ ফুল। যে গোলাপ ফুল ১৪ ফ্রেব্রুয়ারী প্রেম দিবসে প্রতি পিস ৩০ টাকা দরে বিকিয়েছিলোসেই গোলাপই এদিন ঢালাও বিক্রি হলো ৩০ টাকায় ৫০ পিস। কিন্তু কারণ কিবাঁকুড়ার বিষ্ণুপুর থেকে রীতিমত ছোট মেটাডোর গাড়ি ভর্তি করে গোলাপ বিক্রির জন্য নিয়ে আসা ফুল বিক্রেতারা জানালেনএই মুহূর্তে গোলাপের চাহিদা নেই। উপরন্তু যোগানের অভাব নেই। সেভাবে উৎসবঅনুষ্ঠানও তেমন নেই। ফলে গোলাপের চাহিদাও প্রায় তলানিতে। মজুত গোলাপ অল্প লাভে বিক্রি করার উদ্দেশ্যেই এদিন তারা বর্ধমানের কৃষ্ণসায়র পার্কের বাইরে আসেন। যেহেতু অল্প বয়সী ছেলে মেয়েরা এই পার্কে যাতায়াত করেপাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীবাস গুলি এই পার্কের কাছেই তাই গোলাপ বিক্রির সঠিক জায়গা এই পার্ককে ধরে নিয়ে দু গাড়ি গোলাপ নিয়ে বিক্রির উদ্দেশ্যে জড়ো হন তাঁরা। উল্লেখ্যএদিন মহার্ঘ্য গোলাপ সস্তায় হাতের কাছে পেয়ে যাওয়ায় পার্কে আগত প্রেমিক প্রেমিকা ছাড়াও পথ চলতি সাধারণ মানুষও দেদার কেনে এই অসময়ের গোলাপ ফুল।

Exit mobile version