বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভ্যালেন্টাইন্স ডে পেরিয়ে গেছে প্রায় দেড় মাস হতে চললো। কিন্তু বুধবার বর্ধমানে হঠাৎই গোলাপ কেনার হিড়িকে মাতল যুবক যুবতী থেকে পথ চলতি অগণিত মানুষ। বর্ধমানের কৃষ্ণসায়র পার্কের বাইরে এদিন সকাল থেকেই দেদার বিক্রি হল গোলাপ ফুল। যে গোলাপ ফুল ১৪ ফ্রেব্রুয়ারী প্রেম দিবসে প্রতি পিস ৩০ টাকা দরে বিকিয়েছিলো, সেই গোলাপই এদিন ঢালাও বিক্রি হলো ৩০ টাকায় ৫০ পিস। কিন্তু কারণ কি? বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে রীতিমত ছোট মেটাডোর গাড়ি ভর্তি করে গোলাপ বিক্রির জন্য নিয়ে আসা ফুল বিক্রেতারা জানালেন, এই মুহূর্তে গোলাপের চাহিদা নেই। উপরন্তু যোগানের অভাব নেই। সেভাবে উৎসব, অনুষ্ঠানও তেমন নেই। ফলে গোলাপের চাহিদাও প্রায় তলানিতে।