বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সম্ভবত রাজ্যের উচ্চমাধ্যমিক কাউন্সিলের কাছে নজীর সৃষ্টি করল বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের ছাত্র সাগর চন্দ। এবছর উচ্চমাধ্যমিকের ফলাফলে কাউন্সিলের ইতিহাসে প্রতিবন্ধকতা তথা বিশেষভাবে সক্ষম হিসাবে সাগর প্রথম স্থান দখল করল। যদিও রাজ্যের সাধারণ মেধা তালিকায় তার স্থান দশম। আর খোদ সাগরের প্রতিক্রিয়ায় – সে চায় তার পরিচয় হোক সে রাজ্যে দশম স্থান অধিকারী। বিশেষভাবে সক্ষম হিসাবে রাজ্যে প্রথম স্থান অধিকার – এই পরিচয় সে চায় না। পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরের সগড়াই গোপালপুর এলাকার বাসিন্দা তাপক কুমার চন্দ এবং জয়শ্রী চন্দের একমাত্র ছেলে সাগর চন্দ। জন্মের পর থেকেই তার একটি পায়ের সমস্যা দেখা দেয়। কিন্তু যতই সে বড় হয়েছে ততই সে ওই সমস্যাকে অবজ্ঞা করতে শুরু করে।