বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জৈব প্রযুক্তি বিভাগের অধীনে এবং সেন্টার ফর ইনোভেশন, স্কিল ডেভেলপমেন্ট এবং এন্টারপ্রেনারশিপ-এর সহযোগিতায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে “প্লান্ট টিস্যু কালচার” উপর একটি নতুন স্বল্পমেয়াদী কোর্স চালু হয়েছে। জৈব প্রযুক্তি বিভাগের সিনিয়র অধ্যাপিকা ডক্টর ইন্দ্রানী চন্দ্র এই কোর্সের সমন্বয় করেন। এই কোর্সটি একটি ১৪ দিনের কোর্স। কোর্সটিতে টিস্যু কালচারের তত্ত্ব ও ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কোর্সটির উদ্দেশ্য হল শিক্ষার্থীদেরকে প্লান্ট টিস্যু কালচারের মূল ধারণা ও পদ্ধতি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা প্রদান করা। কোর্সটি শেষে শিক্ষার্থীরা প্লান্ট টিস্যু কালচারের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন ধরণের টিস্যু ও কোষের বৃদ্ধি ও বিকাশ ঘটাতে পারবেন। ইন্দ্রানী চন্দ্র জানিয়েছেন, কোর্সটিতে টিস্যু কালচারের তত্ত্ব, প্রয়োগ, সরঞ্জাম ও যন্ত্রপাতি, পদ্ধতি এবং টিস্যু কালচারের নিয়ন্ত্রণ ও অপর্যাপ্ততা নিয়ে হাতেকলমে প্রশিক্ষন দেওয়া হয়।