E Purba Bardhaman

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে জৈব প্রযুক্তি বিভাগে শুরু হয়েছে ‘প্লান্ট টিস্যু কালচার’ কোর্স

'Plant Tissue Culture' course is running in the Department of Biotechnology under Burdwan University

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জৈব প্রযুক্তি বিভাগের অধীনে এবং সেন্টার ফর ইনোভেশন, স্কিল ডেভেলপমেন্ট এবং এন্টারপ্রেনারশিপ-এর সহযোগিতায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে “প্লান্ট টিস্যু কালচার” উপর একটি নতুন স্বল্পমেয়াদী কোর্স চালু হয়েছে। জৈব প্রযুক্তি বিভাগের সিনিয়র অধ্যাপিকা ডক্টর ইন্দ্রানী চন্দ্র এই কোর্সের সমন্বয় করেন। এই কোর্সটি একটি ১৪ দিনের কোর্স। কোর্সটিতে টিস্যু কালচারের তত্ত্ব ও ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কোর্সটির উদ্দেশ্য হল শিক্ষার্থীদেরকে প্লান্ট টিস্যু কালচারের মূল ধারণা ও পদ্ধতি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা প্রদান করা। কোর্সটি শেষে শিক্ষার্থীরা প্লান্ট টিস্যু কালচারের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন ধরণের টিস্যু ও কোষের বৃদ্ধি ও বিকাশ ঘটাতে পারবেন। ইন্দ্রানী চন্দ্র জানিয়েছেন, কোর্সটিতে টিস্যু কালচারের তত্ত্ব, প্রয়োগ, সরঞ্জাম ও যন্ত্রপাতি, পদ্ধতি এবং টিস্যু কালচারের নিয়ন্ত্রণ ও অপর্যাপ্ততা নিয়ে হাতেকলমে প্রশিক্ষন দেওয়া হয়। কোর্সটিতে ব্যবহারিক ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদেরকে টিস্যু কালচারের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে দেখানো হয়। শিক্ষার্থীদেরকে নিজেদের হাতে টিস্যু কালচারের বিভিন্ন পদ্ধতি অনুশীলন করার সুযোগ দেওয়া হয়। গত ৩ জানুয়ারি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জৈব প্রযুক্তি বিভাগে শুরু হওয়া এই কোর্সটি শেষ হবে ১৪ জানুয়ারি। কোর্সটিতে উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে। ইন্দ্রানী চন্দ্র এবং অধ্যাপক ডক্টর শান্তনু পইলান জানিয়েছেন, কোর্সটি চালু হওয়ার পর থেকে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। কোর্সটি শিক্ষার্থীদের জন্য একটি মূল্যবান সম্পদ হবে বলে আশা করা হচ্ছে। টিস্যু কালচার একটি দ্রুত বর্ধনশীল ক্ষেত্র। তাই প্লান্ট টিস্যু কালচারের উপর শিক্ষা ও গবেষণার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই কোর্সটি এই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।

Exit mobile version