বর্ধমান (পূর্ব বর্ধমান) :- জোরকদমে চলছে দুর্গাপুজোর প্রস্তুতি। বর্ধমানের বড় বড় ক্লাবগুলো পুজো মণ্ডপের জন্য ব্যাপক প্রস্তুতি শুরু করে দিয়েছে। রবিবার বর্ধমানের সর্বমিলন সংঘের খুঁটি পূজার সূচনা করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। পুজো কমিটির সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল জানিয়েছেন, তাঁদের এ বছর ৬৫ তম বর্ষে ভাবনা ‘মাতা বৈষ্ণব দেবী মন্দির’। পূজোর বাজেট প্রায় ৬০ লক্ষ টাকা। মেদিনীপুরের শিল্পীদের দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। অন্যদিকে, এদিন বর্ধমান ইছলাবাদ ইউথ ক্লাবের ৩৮ তম দুর্গাপুজোয় খুঁটি পূজা অনুষ্ঠিত হল। উদ্যোক্তারা জানিয়েছেন, ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি হবে এবারের থিম। যদিও থিমের বিষয়ে এদিন কিছু বলতে চাননি উদ্যোক্তারা। পুজোর বাজেট প্রায় ১৬ লক্ষ টাকা বলে জানিয়েছেন উদ্যোক্তারা।