বর্ধমান (পূর্ব বর্ধমান) :- প্রচার নয়, সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি, আর তাঁকে পুলিশ আর তৃণমূলের তোলাবাজি নিয়ে অভিযোগ শুনতে হচ্ছে বলে জানালেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার বর্ধমানের তেলিপুকুর এলাকায় চায়ে পে চর্চায় একথা বলেন। তিনি বলেন, আমি লোকের সাথে দেখা করছি। কিছু বলছি না। তাদের কথা শুনছি শুধু। শুনছি রাস্তাঘাট নেই এখানে। এই বর্ধমান এলাকায় পুলিশের এত অত্যাচার। যারা ট্রান্সপোর্টের ব্যবসা করেন ট্র্যাক, ম্যাটাডোর থেকে নিয়মিত টাকা তুলছে। যেখানে সেখানে নো-এন্ট্রি লাগিয়ে দিয়ে সমস্ত গাড়িকে আটকিয়ে দেওয়া হচ্ছে। বিনা কারণে যানজট হচ্ছে আর ঝামেলা করে টাকা তোলা হচ্ছে। ট্রান্সপোর্টাররা আমার সাথে কথা বলেছেন। তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। ইচ্ছামতো রাস্তাঘাট বন্ধ করা, অত্যাচার করা, ভয় দেখানো আর টাকা তোলা পুলিশ আর তৃণমূল কংগ্রেসের গুন্ডারা মিলিতভাবে করছে।