E Purba Bardhaman

আইনজীবী খুনের ঘটনার কিনারায় সিআইডির ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে পুলিস

A woman lawyer was murdered in her home at Ajhapur, Jamalpur

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আইনজীবী মিতালি ঘোষকে খুনের ঘটনার কিনারায় সিআইডির ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে পুলিস। এছাড়াও ঘটনার কিনারায় ফরেন্সিক বিভাগের সাহায্যও চাওয়া হয়েছে। মঙ্গলবার এক মহিলা সহ তিন ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ জামালপুর থানার আঝাপুরে আইনজীবীর বাড়িতে আসেন। বাড়ির বিভিন্ন জায়গা থেকে তাঁরা নমুনা সংগ্রহ করেন। তবে, তদন্তের বিষয়ে কিছু জানাতে অস্বীকার করেন তাঁরা। আজ বুধবার কলকাতা থেকে এফএসএলের একটি দলের আঝাপুরে আসার কথা। ফরেন্সিক বিশেষজ্ঞরা তদন্তে পুলিসকে সাহায্য করবে। এদিকে ঘটনার ৩ দিন পরও ঘটনায় কাউকে পুলিস গ্রেপ্তার করতে না পারায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃতের পরিবারও পুলিসের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে। আইনজীবী খুনে সিআইডিও নিজেদের মতো করে তথ্য সংগ্রহ করছে। সোমবার সিআইডির এক অফিসার থানায় গিয়ে জামালপুর থানার ওসি ও তদন্তকারী অফিসারের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। তদন্তের গতিপ্রকৃতির বিষয়ে খোঁজখবর নেন সিআইডির অফিসার।
রবিবার সকালে বাড়ির বাথরুমের কাছে হাত-পা বাঁধা অবস্থায় মিতালি দেবীর দেহ উদ্ধার হয়। মৃতার মাথায় ভারি কিছু দিয়ে আঘাতের চিহ্ন ছিল। কানের লতিতে ক্ষতচিহ্ন ছিল। ঘর লণ্ডভণ্ড অবস্থায় ছিল। আলমারির লক ভাঙা ছিল। আলমারি থেকে সোনার গয়না ও টাকা লুট হয়। আইনজীবীর স্মার্ট ফোনটিও পাওয়া যায়নি। খুনি মোবাইলটিও নিয়ে পালিয়েছে। যদিও তাঁর মোবাইল নম্বর নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। কয়েকদিনে আইনজীবীকে কারা ফোন করেছিল এবং তিনি কাকে ফোন করেছিলেন সে ব্যাপারে তথ্য সংগ্রহ করছে পুলিস। এছাড়াও মোবাইল কল ডাম্পিং পদ্ধতির সাহায্য নেওয়া হচ্ছে। চুরি হওয়া মোবাইলটির টাওয়ার লোকেশন পাওয়ার চেষ্টা করছে পুলিস। তবে, ফোনটি বন্ধ থাকায় এখনও তেমন কোনও তথ্য পায়নি পুলিস। খুনের কিনারায় জিজ্ঞাসাবাদ জারি রয়েছে। মঙ্গলবারও কয়েকজনকে দীর্ঘক্ষণ জেরা করে পুলিস। তার মধ্যে ৪ জনকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিস। তবে, আইনজীবীকে খুনের মোটিভ এখনও পরিস্কার নয় পুলিসের কাছে। তাছাড়া, খুনি এক না একাধিক সে বিষয়েও এখনও নিশ্চিত হওয়া যায়নি। মোটিভ এবং খুনির সংখ্যা জানতে জোরদার চেষ্টা চালাচ্ছে পুলিস। মোটিভ জানা সম্ভব হলে ঘটনার কিনারা করা অনেকটাই সহজ হবে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। পুলিস সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞরা এসে নমুনা সংগ্রহ করেছেন। ফরেন্সিক বিশেষজ্ঞরাও আসছেন। জিজ্ঞাসাবাদ চলছে।

Exit mobile version