গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শক্তিগড় থানার আমড়ার ল্যাংচা ব্যবসায়ীর ছেলে অনীশ ওঝার গোপন জবানবন্দি নথিভূক্ত করালো পুলিস। মঙ্গলবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পায় অনীশ। শুক্রবার তার গোপন জবানবন্দি নথিভূক্ত করার জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার শ্রীধর সেন। সেই আবেদন মঞ্জুর করে চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রঞ্জনী কাশ্যপকে গোপন জবানবন্দি নথিভূক্ত করার জন্য নির্দেশ দেন সিজেএম রতন কুমার গুপ্তা। বিকাল ৪টে নাগাদ অনীশকে নিয়ে চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হন তদন্তকারী অফিসার। কিছুক্ষণ পর তার গোপন জবানবন্দি নথিভূক্ত করা হয়। এর আগে পুলিস অনীশের বয়ান নথিভূক্ত করে। পুলিসকে অনীশ জানিয়েছে, ড্রাইভার আঙ্কেল তাকে গাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার লোভ দেখায়।
উল্লেখ্য, গত রবিবার শক্তিগড়ের আমড়ার ল্যাংচার দোকানের মালিক বলিরাম ওঝার ছেলে অনীশকে অপহরণ করা হয়। বিকালে ৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে বলিরামের মোবাইলে ফোন আসে। কিছুক্ষণ পর শক্তিগড় থানার কাঁদরসোনায় ঝোপঝাড় থেকে উদ্ধার হয় অনীশ। তদন্তে নেমে পুলিস শেখ রবিউল ওরফে সুলতানকে গ্রেপ্তার করে। বলিরামের গাড়ির চালক শেখ জামির হোসেন ওরফে রাজের কথা মতো সে মুক্তিপণ চেয়ে ফোন করে বলে পুলিসের কাছে কবুল করে রবিউল। ঘটনার দিন সন্ধ্যায় মাদক দ্রব্য কোডাইন সহ রাজকে গ্রেপ্তার করা হয় বলে পুলিসের দাবি। অপহরণ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন জানিয়েছে পুলিস। মঙ্গলবার সেই আবেদনের শুনানি হবে।