বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ফ্লাইওভারের দাবিতে বর্ধমান থানার নলায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম শেখ ইসমাইল ও আয়ুব আনসারি। বর্ধমান থানার কাশিমপুরে ইসমাইলের বাড়ি। অপরজনের বাড়ি ঝাড়খণ্ডে। মঙ্গলবার সকালে বর্ধমান থানার নবাবহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার ফ্লাইওভারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান নলা গ্রামের বাসিন্দারা। প্রায় ৪০ মিনিট বিক্ষোভ চলে। অবরোধের জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে বহু গাড়ি। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। অবরোধে নলা ও তার আশপাশ এলাকার ৬-৭টি গ্রামের বাসিন্দা অংশ নেয়। ঘটনার বিষয়ে ভারতীয় দণ্ডবিধির ২৮৩ ও জাতীয় সড়ক অ্যাক্টের ৮(বি) ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে বর্ধমান থানা। এদিনই ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতদের আইনজীবী জামিনের সওয়ালে বলেন, গ্রেপ্তারের আগে সুপ্রিম কোের্টর গাইডলাইন মানা হয়নি। অভিযুক্তদের নোটিশ দেওয়া হয়নি। তাছাড়া ধৃতদের গ্রেপ্তার করা কেন জরুরি সে বিষয়েও পুলিস আদালতে কিছু জানায় নি। সরকারি আইনজীবী অবশ্য জামিনের বিরোধিতা করেন। নোটিশ না দেওয়া এবং গ্রেপ্তারের কারণ ব্যাখ্যা না করার জন্য সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শের্ত ধৃতদের জামিন মঞ্জুর করেন সিজেএম।