E Purba Bardhaman

পরপর মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

Police have arrested 3 persons in connection with thefts in several temples.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- একের পর এক মন্দিরে চুরির ঘটনার কিনারা করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আউশগ্রামের অবন সেতুর কাছ থেকে গ্রেফতার করা হল তিন যুবককে। সোমবার সাংবাদিক বৈঠকে পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী জানিয়েছেন, রবিবার রাতে তাদের গ্রেফতার করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। সোমবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের মধ্যে দুজন এর আগেও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিল বলে তিনি জানিয়েছেন। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বেশ কিছু গহনা। ধৃত উদয় বেদ, সুলতান বেদ, পবন বেদকে সোমবার পেশ করা হয় বর্ধমান আদালতে। তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ধৃতদের বাড়ি বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায়। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, কালীপুজোর পর থেকে গুসকরা, গলসি, ভাতার-সহ বিভিন্ন থানা এলাকায় একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটে। তদন্তের স্বার্থে গঠন করা হয় জেলা পুলিশের একটি বিশেষ দল বা সিট। তদন্তে নেমে ভেদিয়ার অবনসেতুর কাছ থেকে রবিবার রাতে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে মন্দির থেকে চুরি যাওয়া বেশ কিছু গহনা উদ্ধার হয়। চুরির ঘটনায় জড়িত বাকিদের হদিশ পেতে এবং বাকি গহনা উদ্ধার করতে ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতের পেশ করা হয়। ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে আদালত। তিনি জানিয়েছন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জেনেছেন ৫ জনেরও বেশি এই দলে রয়েছে। বাকিদের হদিশ পেতে তদন্ত চলছে। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, দিনের বেলায় এরা গ্রামে গ্রামে বাদুড়, চামচিকি ধরা এবং মধু ভাঙার কাজ করে এবং একইসঙ্গে গ্রামের অবস্থা খতিয়ে দেখে। কেউ কেউ গ্রামে গ্রামে সাপ ধরারও কাজ করে। মন্দির দেখলেই সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে মন্দিরের প্রসাদ খাওয়ার নাম করে তারা রেইকি করে নেয়। তিনি জানিয়েছেন, চুরি করা গহনা কোথাও বিক্রি করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানিয়েছেন, ধৃতদের প্রত্যেকের বয়স ২০-২২-এর মধ্যে।

Exit mobile version