E Purba Bardhaman

পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যুর পর পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ৯

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভাতার থানার কালিটিকুরিতে পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যুর পর এলাকার কয়েকটি দোকানে অগ্নি সংযোগ ও ভাঙচুর এবং পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলকোট থানার বিভিন্ন জায়গায় ধৃতদের বাড়ি। মঙ্গলবার রাতে বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে শেখ নাজির, সিরাজুল মণ্ডল ও শেখ সানাইকে ৭ দিন নিজেদের হেপাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানায় পুলিশ। তাদের ৬দিন পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম রতন কুমার গুপ্তা। বাকিদের ২৪ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ বাদশাহী রোডে কালিটিকুরি গ্রামে পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়। ঘটনার পর উত্তেজিত শ’খানেক লোক দুর্ঘটনাস্থলের কাছাকাছি বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। কয়েকটি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে দোকানগুলি ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পুলিশের উপরেও হামলা চালানো হয়। সাব-ইনসপেক্টর সোমনাথ নস্কর সহ কয়েকজন পুলিশ কর্মী হামলায় জখম হন। লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ।

Exit mobile version