মাধবডিহি (পূর্ব বর্ধমান) :- মাধবডিহি থানার পাঁইটা গ্রামে রক্ষাকালী মন্দিরের তালা ভেঙে গয়না চুরির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের নাম মই বেদ, খেঁচু সিংহ, প্রশান্ত বেদ, রাহুল বেদ ও মুক্তার সিংহ। পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোণায় তাদের বাড়ি। হুগলির আরামবাগ থানার শিলিগুড়ি থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া গয়না উদ্ধার করেছে পুলিস। সোমবার ধৃতদের আদালতে পেশ করা হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে পাঁইটা গ্রামের রক্ষাকালী মন্দিরের তালা ভেঙে গয়না চুরি যায়। রবিবার সকালে মন্দির কমিটির লোকজন বিষয়টি জানতে পারেন। কালী মূর্তির সীতাহার, নেকলেস সহ ১৯ রকমের গয়না চুরি যায়। মন্দির কমিটি বিষয়টি পুলিসকে জানায়। চুরির বিষয়টি জানতে পেরে বিভিন্ন জায়গায় খবর পাঠানো হয়। মাধবডিহি থানা থেকে শিলিগুড়িতে একটি দল রয়েছে বলে জানতে পারে পুলিস। দলের কয়েকজন কয়েকদিন ধরে মাধবডিহি থানা এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল বলে জানতে পারে পুলিস। তাদের গতিবিধি সন্দেহজনক ছিল বলে এলাকাবাসীর কাছে জানতে পারে পুলিস। আরামবাগ থানার পুলিসকে সঙ্গে নিয়ে মাধবডিহি থানার পুলিস শিলিগুড়িতে পেঁছায়। সেখানে রাস্তার ধারে দলটি বসেছিল। পুলিসকে দেখে তারা পালানোর চেষ্টা করে। তাড়া করে পুলিস তাদের ধরে। জিজ্ঞাসাবাদে মন্দিরে চুরির কথা ধৃতরা কবুল করে। তাদের দেখানো চারটি জায়গার মাটি খুঁড়ে গয়না উদ্ধার হয়। মন্দির কমিটির সম্পাদক রাজকুমার দত্ত বলেন, উদ্ধার হওয়া গয়না রক্ষাকালী মন্দিরের। সব গয়না উদ্ধার হয়েছে। পুলিস সুপার জানিয়েছেন, দ্রুত চুরিতে জড়িতদের ধরা সম্ভব হয়েছে। চুরি হওয়া সব গয়না উদ্ধার হয়েছে। কয়েকবছর আগে বেদেদের একটি দল জেলায় আসে। তাদের বাড়ি চন্দ্রকোণায়। দলটি মেমারি, জামালপুর ও রায়নার বিভিন্ন জাযগায চুরি করে। দিনের বেলায় তারা মধু বিক্রি করত। মধু বিক্রির অছিলায় বিভিন্ন বাড়ি ও মন্দিরের উপর নজরদারি চালাত তারা। তারপর টার্গেট স্থির করে চুরি করত তারা। দলটি শেষমেশ ধরা পড়ে। সেই দলটিই ফের ফিরে এসেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস। দিনকয়েক আগে জামালপুরে একটি দোকানে চুরির ঘটনায় দুই মহিলাকে গ্রেপ্তার করে পুলিস। তারাও বেদে সম্প্রদায়ের বলে জানা গিয়েছে।