E Purba Bardhaman

বাইকের ডিকি ভেঙে ১ লক্ষ টাকা চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ২ ভাই

Police have arrested two brothers for their involvement in the theft of Rs 1 lakh by breaking the tool box of a bike.

রায়না (পূর্ব বর্ধমান) :- বাইকের ডিকি থেকে এক লক্ষ টাকা চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে রায়না থানার পুলিস। ধৃতদের নাম মনোজ দাস ও বিকাশ দাস। হুগলির পাণ্ডুয়া থানার পুরুষোত্তমপুরে তাদের বাড়ি। শনিবার ভোররাতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ৪৯ হাজার টাকা ও একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বাকি টাকা উদ্ধার করতে ধৃতদের সাতদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতদের তিনদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিস জানিয়েছে, রায়না থানার জগৎপুরের বাসিন্দা বিশ্বজিৎ সামন্ত শুক্রবার বেলা ১০ টা ৪০ মিনিট নাগাদ শ্যামসুন্দর বাজার এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা থেকে ৫০ হাজার টাকা তোলেন। তাঁর কাছে আরও ৫০ হাজার টাকা ছিল। তিনি এক লক্ষ টাকা, তাঁর ভোটার কার্ড বাইকের ডিকির মধ্যে রেখে দেবীবরপুরের কদমতলায় যান। সেখানে তিনি একটি দোকানে চাল কিনতে যান। বাইকটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে দেখেন, বাইকের ডিকি ভাঙা। তাতে থাকা এক লক্ষ টাকা ও ভোটার কার্ড গায়েব হয়ে গিয়েছে। এরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। তা খতিয়ে দেখার পর ঘটনায় মনোজ ও তার ভাই বিকাশের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয় পুলিস।

Exit mobile version