E Purba Bardhaman

ফায়ার সার্ভিস অফিসার পরিচয় দিয়ে অগ্নিনির্বাপণ যন্ত্র বিক্রির অভিযোগ, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ জন

 

Police have detained 3 people at Memari police station on the charge of selling fire extinguishers by pretending to be fire service officers

মেমারী (পূর্ব বর্ধমান) :- ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের অফিসার পরিচয়ে বিভিন্ন ব্যবসারদের ভয় দেখিয়ে নানান প্রকার অগ্নিনির্বাপণ যন্ত্র চড়া দামে বিক্রির অভিযোগে এক মহিলা-সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেল মেমারী থানার পুলিশ। মেমারীর তাতারপুরের বাসিন্দা শাহজাদা আলম জানিয়েছেন, এদিন বিকালে এই এলাকায় একটি লাল চার চাকা গাড়িতে কয়েকজন আসেন। রাস্তার পাশে লেদ ও ভাঙাচোরার ব্যবসাদারদের কাছে তাঁরা নিজেদের ফায়ার সার্ভিসের সরকারি অফিসার হিসেবে পরিচয় দেয় বলে অভিযোগ। একইসঙ্গে ওই ব্যবসায়ীদের চড়া দামে অগ্নিনির্বাপণ যন্ত্র বিক্রির চেষ্টা করেন। এব্যাপারে মেমারী থানায় তাঁরা খবর দিলে পুলিশ এসে তাঁদের থানায় নিয়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, ওই মহিলা-সহ মোট ৩ জন হালিশহর থেকে এসেছিলেন। তাঁদের গাড়ির সামনের কাঁচে ‘ফায়ার’ লেখা লাল স্টিকার। শাহজাদা আলম জানিয়েছেন, ওই মহিলা নিজেকে বিজেপির প্রাক্তন কাউন্সিলার বলেও পরিচয় দিচ্ছিলেন। গোটা বিষয়টিতে সন্দেহ হওয়াতেই পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। যদিও এই বিষয়ে অভিযুক্তদের কোনও বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, থানা থেকে জানা গেছে, এদিন সন্ধ্যে পর্যন্ত কোনো লিখিত অভিযোগ হয়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপদস্থ পুলিশ অফিসাররা রাতেই আসছেন থানায়। তাঁরা গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।

Exit mobile version