E Purba Bardhaman

বাস দুর্ঘটনার পর নড়েচড়ে বসল পুলিশ

রায়না (পূর্ব বর্ধমান) :- রবিবারে বাস দুর্ঘটনার পর নড়েচড়ে বসলো পূর্ববর্ধমান জেলা পুলিশ। সোমবার বর্ধমান আরামবাগ রোডের খালের পুলের কাছে ডিএসপি (ট্রাফিক) সুকান্ত হাজরার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী চেকিং করে যাত্রীবাহী বেসরকারী বাস গুলিতে। বাস ছাড়া অন্যান্য যানবাহনেও চেকিং করা হয়। বাস চালকদের লাইসেন্স পরীক্ষা করতে গিয়ে পুলিশ কর্মীরা কার্যত হতবাক হয়ে যান। বেশীর ভাগ বেসরকারী বাসচালকের লাইসেন্সে প্রচুর গরমিল। আটটি বাসের চালক তো আবার লাইসেন্সই দেখাতে পারে নি। পুলিশ ওই বাস গুলি আটক করে। যাত্রীদের বাস থেকে নামিয়ে অন্য বাসে চাপিয়ে দেয়। বিনা হেলমেটে বাইক আরোহীদেরও এদিন ফের ধরা হয়। করা হয় মোটা অঙ্কের জরিমানাও। উল্লেখ্য, রবিবার বর্ধমান থেকে মেচেদা যাওয়ার পথে রায়নার মিরেপোতার কাছে রেষারেষি করতে গিয়ে বেসরকারী যাত্রী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড গতিতে প্রথমে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। তারপর রাস্তার ধারে নয়নজুলিতে উল্টে যায়। ৩০ জন যাত্রী জখম হয়। দুর্ঘটনার পর দেখা যায় বাসের সামনের পাতি ভাঙা। এদিনের অভিযানে রায়না থানার পুলিশের পাশাপাশি ছিলেন সার্কেল ইন্সপেক্টর সঞ্জয় কুণ্ডুও।

Exit mobile version