গলসী (পূর্ব বর্ধমান) :- মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই অবৈধ বালি কারবার-সহ সরকারি জমি জবর দখল এবং বেআইনি নির্মাণ নিয়ে বর্ধমান পুরসভার পুরপ্রধান পরেশ চন্দ্র সরকার সরব হতেই হাতেনাতে ফল পেল প্রশাসন। গত বুধবার বর্ধমানের একটি স্কুলে জল প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে রীতিমতো এই বেআইনি কারবার নিয়ে নিজের ক্ষোভ উজার করে দেন পুরপতি। আর তাঁর বক্তব্যের পর শুক্রবার সকালে একযোগে বর্ধমান, গলসী এবং খণ্ডঘোষ থানার পুলিশ আচমকা অভিযান চালিয়ে গলসীর জুজুটি এলাকায় পুরসভার অম্রূত প্রকল্প এলাকা থেকে অবৈধ বালি উত্তোলনের দায়ে গ্রেপ্তার করল ১২ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে ৬টি ট্রাক্টর-সহ তিনটি ট্রলিও। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, নজরদারি চলছিল পুরসভার এই ৩০০ কোটি টাকার অম্রুত প্রকল্পের এলাকায়। অবৈধ বালি কারবারিরা বেশ কয়েকবার নৌকা করে নদীর উপর দিয়ে পালাতে সক্ষম হলেও শেষ রক্ষা হলো না এবার। ফাঁদ পাতা হয়েছিল গুছিয়েই। এদিন ভোর রাত্রে বর্ধমান থানা, খন্ডঘোষ আর গলসী থানার যৌথ বাহিনী গোপন সূত্র মারফত বেআইনিভাবে বালি খননের খবর পেয়ে এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকদের সঙ্গে নিয়ে জুজুটির দামোদর নদীর ঘাটে একটি বিশেষ অভিযান চালায়। পুলিশের জালে ধরা পড়ে সেখানে অবৈধ এবং বেআইনি বালি খননে যুক্ত ১২ জন। বাজেয়াপ্ত করা হয় ছটি ট্রাক্টর-সহ তিনটি ট্রলি। বর্ধমান থানা এবং গলসী থানা দুই জায়গাতেই অপরাধীদের বিরুদ্ধে দুটি কেস শুরু করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদের বিরুদ্ধে ৩৭৯, ৪১১, ৪১৩, ৪১৪ ও ১২০ বি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।