ভাতার (পূর্ব বর্ধমান) :- ধান ও চালের বস্তার আড়ালে চলছিলো ফেনসিডিল (নিষিদ্ধ মাদক দ্রব্য) পাচার। পাচারের আগেই ফেনসিডিল বোঝাই ট্রাক ধরে ফেলে ভাতার থানার পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ। পুলিশ সূত্রে জানাগেছে, দেখে মনে হবে বস্তা বোঝাই করে ধান নিয়ে যাচ্ছে ট্রাক। ভাতার থানা এলাকার ৬ মাইল এলাকায় ধানের বস্তা বোঝাই ট্রাক থেকে চালের বস্তা বোঝাই ট্রাকে ফেনসিডিল লোড করার সময় ধরা পরে ট্রাক দুটি। ট্রাকে তল্লাশি চালিয়ে পুলিশ ৪৬৯০০ পিস ফেনসিডিলের বোতল উদ্ধার করেছে। মোট ৪৫০ টি প্যাকেটে ছিল ফেনসিডিলের বোতলগুলি।