বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার রাতে বর্ধমানের রেলওয়ে ওভারব্রীজে ডাম্পারের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে খোওয়া গেল খোদ পুলিশের সার্ভিস রিভলবার। ভিড়ের মাঝে উত্তেজিত জনতার সঙ্গে ধস্তাধস্তির সময় এক এস আইয়ের কোমড়ের খাপে থাকা রিভলবারটি কিভাবে খোওয়া গেল, নাকি কেউ হাত সাফাই করল – তা নিয়ে শুক্রবার রাত থেকেই শহর জুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। শুধু তাই নয়, পরিস্থিতি আরও জটিল হয়েছে আগামী সোমবার বর্ধমানে প্রশাসনিক সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার আগেই আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পুলিশের সার্ভিস রিভলবার হারিয়ে যাওয়ায় প্রশ্ন দেখা দিল। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত্রি প্রায় ১০টা নাগাদ বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর হরিনারায়ণপুর এলাকার বাসিন্দা বিরজু শর্মা (৪৫) বর্ধমান রেল ওভারব্রিজে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। এই সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। নিয়ন্ত্রণহীন ডাম্পারের গতিরজন্য বিরজু শর্মার মৃত্যুতে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা মৃতদেহ রাস্তায় রেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন।