বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মাত্রই ৪৮ ঘণ্টার ফারাক। সোমবারই বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে প্রশাসনিক সভা করতে এসে সিভিক ভলেণ্টিয়ারদের মাধ্যমে টাকা তোলা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এমনকি রাজ্য নিরাপত্তা উপদেষ্টা এবং প্রাক্তন পুলিশ কমিশনার সুরজিত কর পুরকায়স্থকেও জিজ্ঞাসা করেন, সুরজিত তোমরা টাকা নাও নাকি? মমতা বন্দোপাধ্যায় প্রশাসনিক সভাতেই জানান, সিভিক ভলেণ্টিয়ারদের মাধ্যমে বিভিন্ন থানার ওসি টাকা তুলছে। তার কাছে অভিযোগ আসছে। তিনি বলেন, অনেকে নাকি বলছেন কলকাতায় টাকা পাঠাতে হয়। দৃশ্যতই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলে ওঠেন, কাকে টাকা পাঠাতে হয়। দল চালাতে তাঁরা কোনো টাকা নেন না। এরপরই তিনি সুরজিত পুরকায়স্থকে জিজ্ঞাসা করেন, সুরজিত তোমরা টাকা নাও নাকি? বস্তুত, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে যখন চর্চা শুরু হয়েছে। সেই সময় মুখ্যমন্ত্রীর সভা সেরে যাবার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই সিভিক ভলেণ্টিয়ারকে চাকরি পাইয়ে দেবার নাম করে পুলিশের হাতেই ধরা পড়ল এক কনষ্টেবল।